ss দেবী চৌধুরাণী ।د স্ত্র। এরা তার দাসী । । - . . . . ੋਂ সা। এ ! তুমি দেবীকে চেন ? : ব্র । বিলক্ষণ চিনি । - * * * * সা। যদি এর কেহ দেবী না হয়, তবে দেবী অবশু এ বজরার কোথাও লুকাইয়া আছে। বোধ হয়, দেবী সেই চাকরাণীট। আমি বজরা তল্লাশী করিতেছি—তুমি নিশানদি করিবে, আইস । - ব্র । সাহেব, তোমার বজরা তল্লাশ করিতে হয়, কর—আমি নিশানদিহি করিব কেন f -সাহেব বিস্মিত হইয়া গর্জিয়া বলিল, “র্কেও বাজাত ? তোম গোইদ নেহি ?” “নেহি ।” বলিয়া ব্রজেশ্বর সাহেবের গালে বিরাশী সিক্কার এক চপেটাঘাত করিল। “করিলে কি ? করিলে কি ? সৰ্ব্বনাশ করিলে ?” বলিয়, হরবল্লভ কাদিয়া উঠিল। “হুজুর ! তুফান উঠা ।” বলিয়া বাহির হইতে জোমাদার হাকিল। সো সেঁা করিয়া আকাশপ্রান্ত হইতে ভয়ঙ্কর বেগে বায়ু গর্জন করিয়া আসিতেছে শুনা গেল । কামরার ভিতর হইতে ঠিক সেই মুহূৰ্ত্তে—যে মূহুর্তে সাহেবের গালে ব্রজেশ্বরের চড় পড়িল—ঠিক সেই মুহূর্তে আবার শাক বাজিল। এবার দুই ফু । বজরার নোঙ্গর ফেলা ছিল না—পূৰ্ব্বে বলিয়াছি, খোটায় কাছি বাধা ছিল, খোটার কাছে দুই জন নাবিক বসিয়াছিল। যেমন শাক বাজিল, অমনি তাহারা কাছি ছাড়িয়া দিয়া লাফাইয়া বজরায় উঠিল। তীরের উপরে যে সিপাহীর বজরা ঘেরাও করিয়াছিল, তাহার উহাদিগকে মারিবার জন্য সঙ্গীন উঠাইল-কিন্তু তাহাদের হাতের বন্দুক হাতেই রহিল, পলব্ধ । ফেলিতে না ফেলিতে একটা প্রকাও কাও হইয়া গেল। দেবীর কৌশলে এক পলক মধ্যে সেই পাচ শত কোম্পানির সিপাহী পরাস্ত হইল। - - পূর্বেই বলিয়াছি যে, প্রথমাবধিই বজরায় চারিখানা পাল খাটান ছিল । বলিয়াছি যে, মধ্যে নিশি ও দিবা আসিয়া, নাবিকদিগকে কি উপদেশ দিয়া গিয়াছিল। সেই উপদেশ অনুসারেই খোটার কাছে লোক বসিয়াছিল। আর সেই উপদেশ অনুসারে পালের কাছির কাছে চারি জন নাবিক বসিয়াছিল। শাকের শব্দ শুনিবা মাত্র তাহারা পালের কাছি সকল টানিয়া ধরিলা মাঝি হাল আঁটিয়া ধরিল। অমনি সেই প্রচণ্ড বেগশালী ঝটিকা আসিয়া চারিখানা পালে লাগিল। বজরা ঘুরিল—যে হুই জন সিপাহী সঙ্গীন তুলিয়াছিল, তাহাদের সঙ্গীন উচু হইয়া রহিল—বজরার মুখ পঞ্চাশ হাত তফাতে গেল। বজরা ঘুরিল—তার পর
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।