পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবী চৌধুরাণী । واجلا আরম্ভ করিলেন, আবার না ভুবি। লেফটেনাণ্ট, সাহেব সেই মুলতুবী দুটি আবার পুনৰ্জ্জীবিত করিবার চেষ্টায় হস্তোত্তোলন করিলেন, অমনি ব্রজেশ্বর তার হাতখানা ধরিয়া ফেলিল। হরবল্লভ ছেলেকে ভৎসনা করিলেন। বলিলেন, “ও কি কর, ইংরেজের গায়ে হাত তোল ?” : - ব্ৰজেশ্বর বলিল, “আমি ইংরেজের গায়ে হাত তুলেছি, না ইংরেজ আমার গায়ে তুলিতেছে ?” - , , , হরবল্লভ সাহেবকে বলিলেন, “হুজুর ও ছেলেমানুষ, আজও বুদ্ধিশুদ্ধি হয় নি, আপনি ওর অপরাধ লইবেন না । মাফ করুন।” . . . , সাহেব বলিলেন, “ও বড় বদমাস ৷ তৰে যদি আমার কাছে ও ষোড়হাত করিয়া মাফ চায়, তবে আমি মাফ করিতে পারি’।” হরবল্লভ। ব্রজ, তাই কর। যোড়হাত করিয়া সাহেবকে বল, “আমায় মাফ করুন।” % ব্ৰজেশ্বর। সাহেব, আমরা হিন্দু, পিতার আজ্ঞা আমরা কখনও লঙ্ঘন করি না। আমি আপনার কাছে যোড়হাত করিয়া ভিক্ষা করিতেছি, আমাকে মাফ করুন। সাহেব ব্রজেশ্বরের পিতৃভক্তি দেখিয়া প্রসন্ন হইয়া ব্রজেশ্বরকে ক্ষমা করিলেন ; আর ব্রজেশ্বরের হাত লইয়া আচ্ছা করিয়া নাড়িয়া দিলেন। ব্রজেশ্বরের চতুর্দশ পুরুষের মধ্যে কখন জানে না, সেকৃহাণ্ড কাকে বলে—সুতরাং ব্ৰজেশ্বর একটু ভেকা হইয়া রহিল। মনে করিল, “কি জানি, যদি আবার বাধে।” এই ভাবিয়া ব্রজেশ্বর বাহিরে গিয়া বসিল । কেবল ঝড়-বৃষ্টি বড় নাই,—ভিজিতে হইল না। We রঙ্গরাজও বাহিরে আসিয়া, কামরার দ্বার বন্ধ করিয়া দিয়, স্বারে পিঠ দিয়া বসিল—তুই দিকের পাহারায়। বিশেষ এ সময়ে বাহিরে একটু সতর্ক থাকা ভাল, বজরা বড় তীব্রবেগে - যাইতেছে, হঠাৎ বিপদ ঘটাও বিচিত্র নহে। দিবা উঠিয়া দেবীর কাছে গেল—পুরুষ-মহলে এখন আর প্রয়োজন নাই। নিশি উঠিল না—তার কিছু মতলব ছিল। সৰ্ব্বস্ব শ্ৰীকৃষ্ণে অৰ্পিত—সুতরাং অগাধ সাহস। : সাহেব জাকিয়া আবার রূপার চৌকিতে বসিলেন, ভাবিতে লাগিলেন, “ডাকাইভের হাত হইতে কিরূপে মুক্ত হইব ? যাহাকে ধরিতে আসিয়াছিলাম, তাহারই কাছে ধরা পড়িলাম—স্ত্রীলোকের কাছে পরাজিত হইলাম, ইংরেজ-মহলে আর কি বলিয়া মুখ দেখাইৰ ? • আমার না ফিরিয়া যাওয়াই ভাল।” - - : ‘". হরবল্লভ আর বসিবার স্থান না পাইয়া নিশি সুন্দরীর মসনদের কাছে বসিলেন। দেখিয়া নিশি বলিল, “আপনি একটু নিজা যাবেন ?” . . . -