হয়। আজ কি আর নিজ হয়? নিশি। আজ না হইল ত আর হইল না। হর। সে কি ? নিশি। আবার ঘুমাইবার দিন কৰে পাইবেন ? হর । কেন ? নিশি। আপনি দেবী চৌধুরাণীকে ধরাইয়া দিতে আসিয়াছিলেন ? : श्द्र । उ-उ'-देि छन- - নিশি। ধরা পড়িলে দেবীর কি হইত, জান ? হর । আ—এমন কি— নিশি। এমন কিছু নয়, ফঁাসি ! হর । তা—না—এই—তা কি জান— নিশি। দেবী তোমার কোন অনিষ্ট করে নাই, বরং ভারী উপকার করিয়াছিল—যখন তোমার জাতি যায়, প্রাণ যায়, তখন তোমায় পঞ্চাশ হাজার টাকা নগদ দিয়া, তোমায় রক্ষা করিয়াছিল। তার প্রত্যুপকারে তুমি তাহাকে ফঁাসি দিবার চেষ্টায় ছিলে। তোমার যোগ্য কি দণ্ড বল দেখি ? হরবল্লভ চুপ করিয়া রহিল। নিশি বলিতে লাগিল, “তাই বলিতেছিলাম, এই বেলা ঘুমাইয়া লও—আর রাত্রের মুখ দেখিবে না। নৌকা কোথায় যাইতেছে বল দেখি ?" হরবল্লভের কথা কহিবার শক্তি নাই । নিশি বলিতে লাগিল, “ডাকিনীর শ্মশান বলিয়া এক প্রকাণ্ড শ্বাশান আছে। আমরা যাদের প্রাণে মারি, তাদের সেইখানে লইয়া গিয়া মারি । বজরা এখন সেইখানে যাইতেছে । সেইখানে পৌছিলে সাহেব ফঁাসি যাইবে, রাণীজির হুকুম হইয়া গিয়াছে। আর তোমায় কি হুকুম হইয়াছে, জান ?" হরবল্লভ কঁাদিতে লাগিল—যোড়হাত করিয়া বলিল, “আমায় রক্ষা কর।” নিশি বলিল, “তোমায় রক্ষা করিবে, এমন পাষণ্ড পামর কে আছে ? তোমায় শূলে দিবার হুকুম হইয়াছে।” 鄰 হয়বল্লভ ফুকারিয়া কাদিয়া উঠিল। ঝড়ের শব্দ বড় প্রবল ; সে কান্নার শব্দ ব্রজেশ্বর শুনিতে পাইল না—দেবীও না। সাহেব শুনিল। সাহেব কথাগুলা শুনিতে পায় নাই— ১৯
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।