পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੀਬ ས་ཁུ།─་གྲྭ་ས་ཝ ། * প্রফুল্ল। আমি ঘরে গেলে আমার শ্বশুর কি বলিবেন ? : - ব্র । সে ভার আমার । তুমি উদ্যোগ করিয়া তাকে আগে পাঠাইয়া দাও । আমরা পশ্চাৎ যাইব । • প্র । পান্ধী বেহার আনিতে গিয়াছে। পান্ধী বেহার শীঘ্রই আসিল । হরবল্লভও সন্ধ্যাহ্যিক সংক্ষেপে সারিয়া বজরায় আসিয়া উঠিলেন। দেখিলেন, নিশি ঠাকুরাণী ক্ষীর, ছান, মাখন ও উত্তম সুপক্ক আম, কদলী । প্রভৃতি ফল র্তাহার জলযোগের জন্য সাজাইতেছে। নিশি অনুনয় বিনয় করিয়া, তাহাকে জলযোগে বসাইল। বলিল, “এখন আপনি আমার কুটুম্ব হইলেন ; জলযোগ না করিয়া যাইতে পারিবেন না ।” হরবল্লভ জলযোগে না বসিয়া বলিল, “ব্রজেশ্বর কোথায় ? কাল রাত্রে বাহিরে উঠিয়া গেল—আর তাকে দেখি নাই ।” নিশি । তিনি আমার ভগিনীপতি হইবেন–র্তার জন্য ভাবিবেন না। তিনি এইখানেই আছেন—আপনি জলযোগে বসুন ; আমি তাহাকে ডাকিয়া দিতেছি । সেই কথাটা তাকে বলিয়া যাউন। - হরবল্লভ জলযোগে বসিল । নিশি ব্রজেশ্বরকে ডাকিয়া আনিল । ভিতরের কামরা হইতে ব্ৰজেশ্বর বাহির হইল দেখিয়া উভয়ে কিছু অপ্রতিভ হইলেন। হরবল্লভ ভাবিলেন, আমার চাদপান ছেলে দেখে, ডাকিনী বেটারা ভুলে গিয়েছে। ভালই। ব্ৰজেশ্বরকে হরবল্লভ বলিলেন, “বাপু হে, তুমি যে এখানে কি প্রকারে আসিলে, আমি ত তা এখনও কিছু বুঝিতে পারি নাই। তা যাকৃ—সে এখনকার কথা নয়, সে কথা পরে হবে। এক্ষণে আমি একটু অনুরোধে পড়েছি—তা অনুরোধটা রাখিতে হইবে । এই ঠাকুরাণীটি সৎকুলীনের মেয়ে—ওঁর বাপ আমাদেরই পালটি—তা ওঁর একটি অবিবাহিতা ভগিনী আছে— পাত্র পাওয়া যায় না–কুল যায়। তা কুলীনের কুলরক্ষা কুলীনেরই কাজ—মুটে মজুরের ত কাজ নয়। আর তুমিও পুনৰ্ব্বার সংসার কর, সেটাও আমার ইচ্ছা বটে, তোমার গর্ভধারিণীরও ইচ্ছা বটে। বিশেষ বড় বউমাটির পরলোকের পর থেকে আমরা কিছু এ বিষয়ে কাতর আছি। তাই বলছিলাম, যখন অনুরোধে পড়া গেছে, তখন এ কৰ্ত্তব্যই হয়েছে। আমি অনুমতি করিতেছি, তুমি এর ভগিনীকে বিবাহ কর ।” ব্ৰজেশ্বর মোটের উপর বলিল, “যে আজ্ঞা ।” নিশির বড় হাসি পাইল, কিন্তু হাসিল না। হরবল্লভ বলিতে লাগিলেন, “তা আমার

  • ...