* দেবী চৌধুরাণী 8של পান্ধী বেহার এসেছে, আমি আগে গিয়া বৌভাতের উদ্যোগ করি। তুমি যথাশাস্ত্র বিবাহ করে বেী নিয়ে বাড়ী যে৪ ” ব্র । যে আজ্ঞা । - হর। তা তোমায় আর বলিব কি, তুমি ছেলেমানুষ নও–কুল, শীল, জাতি, মৰ্য্যাদ, সব আপনি দেখে শুনে বিবাহ করবে। (পরে একটু আওয়াজ খাটাে করিয়া বলিতে লাগিলেন ) আর আমাদেব যেটা স্যায্য পাওনা গগু, তাও ত জান ? ব্রজ । যে আজ্ঞা । হরবল্লভ জলযোগ সমাপন করিয়া বিদায় হইলেন। ব্রজ ও নিশি তাহার পদধূলি লইল । তিনি পান্ধীতে চড়িয়া নিঃশ্বাস ফেলিয়া তুর্গানাম করিয়া প্রাণ পাইলেন। ভাবিলেন, “ছেলেটি ডাকিনী বেটীদের হাতে রহিল—তা ভয় নাই। ছেলে আপনার পথ চিনিয়াছে। চাদমুখের সৰ্ব্বত্র জয় ।” l w হরবল্লভ চলিয়া গেলে, ব্রজেশ্বর নিশিকে জিজ্ঞাসা করিল, “এ আবার কি ছল ? তোমার ছোট বোন কে ?” নিশি। চেন না ? তার নাম প্রফুল্ল । ব্রজ। ও হে! বুঝিয়াছি। কি রকমে এ সম্বন্ধে কৰ্ত্তাকে রাজি করিলে ? নিশি। মেয়েমানুষের অনেক রকম আছে। ছোট বোনের শাশুড়ী হইতে নাই, নহিলে আরও একটা সম্বন্ধে তাকে রাজি করিতে পারিতাম । দিবা রাগিয়া উঠিয়া বলিল, “তুমি শীগগির মর। লজ্জা সরম কিছুই নাই ? পুরু: , মানুষের সঙ্গে কি অমন করে কথা কহিতে হয় ?” নিশি। কে আবার পুরুষমানুয়? ব্রজেশ্বর : কাল দেখা গিয়াছে—কে পুরুষ, কে মেয়ে । ত্র। আজিও দেখিবে। তুমি মেয়েমানুষ, মেয়েমামুযের মত মোটা বুদ্ধির কাজ করিয়াছ। কাজটা ভাল হয় নাই। নিশি । সে আবার কি ? ত্র। বাপের সঙ্গে কি প্রবঞ্চনা চলে ? বাপের চোখে ধূলা দিয়া, মিছে কথা বহাল রাখিয়া, আমি স্ত্রী লইয়া সংসার করিব ? যদি বাপকে ঠকাইলাম, তবে পৃথিবীতে কার কাছে জুয়াচুরি করিতে আমার আটকাইবে ?
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।