* , , দেৰী চৌধুরাণী । - " . . হীর মেয়ে করেন নাই-আমি কাছে থাকিতে পারলে, তিনি হয় ত আর বিয়ে । Sggg D D BBBB BBB BBBB BBBS BBB BB BBB BBBS কাছে গেল। নয়ান বে সাগরের ই ক্ষের ৰি; সাগরবে নয়নেরও তাই। কিন্তু আজ । দুই জন এক, দুই জনের এক বিপদ। তাই ভাবিয়া সাগর আগে নয়নতারার কাছে গেল। । - সাপকে হাড়ির ভিতর পূরিলে, সে যেমন গর্জিতে থাকে, প্রফুল্ল আসা অবধি নয়নতার সেইরূপ করিতেছিল। একবার মাত্র ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল–গালির চোটে ব্ৰজেশ্বর পলাইল, আর আসিল না। প্রফুল্লও ভাব করিতে গিয়াছিল, কিন্তু তারও সেই দশা ঘটিল। স্বামী সপত্নী দূরে থাক্, পাড়াপ্রতিবাসীও সে কয় দিন নয়নতারার কাছে ঘেঁষিতে পারে নাই। নয়নতারার কতকগুলি ছেলে মেয়ে হইয়াছিল। তাদেরই বিপদ বেশী। এ কয় দিন মার খাইতে খাইতে তাদের প্রাণ বাহির হইয়া গেল । । সেই দেবীর শ্ৰীমন্দিরে প্রথম সাগর গিয়া দেখা দিলেন। দেখিয়া নয়নতারা বলিল, “এসো, এসো ! তুমি বাকী থাক কেন ? আর ভাগীদার কেউ আছে ?” সাগর। কি! আবার না কি বিয়ে করেছে ? নয়ন। কে জানে, বিয়ে কি নিকে, তার খবর জ্বামি কি জানি ? সাগর। বামনের মেয়ের কি আবার নিকে হয় ? নয়ন। বামন, কি শূদ্র, কি মুসলমান, তা কি আমি দেখতে গেছি ? সাগর। অমন কথাগুলো মুখে এনে না। আপনার জাত বাচিয়ে সবাই কথা কয়। নয়ন। যার ঘরে অত বড় কনে বেী এলে, তার আবার জাত কি ? সাগর। কত বড় মেয়ে ? আমাদের বয়স হবে ? নয়ন। তোর মার বয়সী। সাগর। চুল পেকেছে ? নয়ন। চুল না পাকলে আর রাত্রি দিন বুড়ো মাগী ঘোমটা টেনে বেড়ায় ? স। দাত পড়েছে ? ন। চুল পাকলে, দাত আর পড়ে নি ? সা। তবে স্বামীর চেয়ে বয়সে বড় বল ? ন। তবে শুশ্ৰুচিস্ কি ? সা। তাও কি হয় ?
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।