পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম খগু--দ্বিতীয় পরিচ্ছেদ - s গিল্পী। কুটুম্ব ? কে কুটুম্ব গা ! সেখানে তারার মা বলিয়া একজন চাকরাণী কাজ করিতেছিল। সে তুই এক বার প্রফুল্পদিগের বাড়ী গিয়াছিল—প্রথম বিবাহের পরেই। সে বলিল, “ওগো, চিনেছি গো ! ওগো চিনেছি ! কে ! বেহান ?” ( সেকালে পরিচারিকার গৃহিণীর সম্বন্ধ ধরিত । ) গিল্পী। বেহান ? কোন বেহান ? তারার মা । তুর্গাপুরের বেহান গো—তোমার বড় ছেলের বড় শাশুড়ী। গিল্পী বুঝিলেন। মুখটা অপ্রসন্ন হইল। বলিলেন, “বসে৷ ” বেহান বসিল—প্রফুল্ল দাড়াইয়া রহিল। গিন্নী জিজ্ঞাসা করিলেন, “এ মেয়েটি কে গা ?” প্রফুল্লের মা বলিল, “তোমার বড় বউ ।” গিল্পী বিমৰ্ষ হইয়া কিছু কাল চুপ করিয়া রহিলেন। পরে বলিলেন, “তোমরা কোথায় এসেছিলে ?” প্রফুল্লের মা। তোমার বাড়ীতেই এসেছি। গিল্পী । কেন গা ? প্র, মা । কেন, আমার মেয়েকে কি শ্বশুরবাড়ীতে আসিতে নাই ? গিন্নী । আসিতে থাকিবে না কেন ? শ্বশুর শাশুড়ী যখন আনিবে, তখন আসিবে। ভাল মানুষের মেয়েছেলে কি গায়ে পড়ে আসে ? প্র, মা । শ্বশুর শাশুড়ী যদি সাত জন্মে নাম না করে ? গিল্পী । নামই যদি না করে—তবে আসা কেন ? প্র, মা । খাওয়ায় কে ? আমি বিধবা অনাথিনী, তোমার বেটার বউকে আমি খাওয়াই কোথা থেকে ? গিন্না। যদি খাওয়াইতেই পারিবে না, তবে পেটে ধরেছিলে কেন ? প্র, মা । তুমি কি খাওয়া পরা হিসাব করিয়া বেটা পেটে ধরেছিলে ? তা হলে সেই সঙ্গে বেটার বউয়ের খোরাক-পোষাকটা ধরিয়া নিতে পার নাই ? গিল্পী। আ মলো ! মাগী বাড়ী ব’য়ে কোদল করতে এসেছে দেখি যে ? প্র, মা । না, কোদল করিতে আসি নাই। তোমার বউ একা আসতে পারে না, তাই রাখিতে সঙ্গে আসিয়াছি। এখন তোমার বউ পৌছিয়াছে, আমি চলিলাম।