দেবী চৌধুরাণী وهذ “আঃ মরণ আর কি ! আমি কি নাপিত বোয়ের মতন ?” সা। কে তবে তুমি ? “তোর সতীন ! সতীন ! সতীন ! নাম নয়ান বে।” ( বউটর নাম—নয়নতারা—লোকে তাহাকে “নয়ান বৌ" বলিত—সাগরকে “সাগর বো” বলিত। ) সাগর তখন কৃত্রিম ব্যস্ততার সহিত বলিল, “কে! দিদি । বালাই, তুমি কেন নাপিত বোয়ের মতন হতে যাবে ? সে যে একটু ফরসা ।” . . নয়ন। মরণ আর কি—আমি কি তার চেয়েও কালো ? তা সতীন এমনই বটে— তবু যদি চৌদ্দ বছরের না হতিসূ! সা। তা চৌদ্দ বছর হলো ত কি হলো—তুমি সতের—তোমার চেয়ে আমার রূপe আছে, যৌবনও আছে। ন। রূপ যৌবন নিয়ে বাপের বাড়ীতে বসে বসে ধুয়ে খাস । আমার যেমন মরণ নাই, তাই তোর কাছে কথা জিজ্ঞাসা করতে এলেম । সা। কি কথা, দিদি ? ন। তুই দোরই খুললি নে, তার কথা কব কি ? সন্ধ্যে রাত্রে দোর দিয়েছিস কেন লা ? - 娜 সা। আমি ভাই লুকিয়ে দুটাে সন্দেশ খাচ্চি। তুমি কি খাও না ? ন। তা খা খা । ( নয়ন নিজে সন্দেশ বড় ভালবাসিত ) বলি, জিজ্ঞাসা করিতেছিলাম কি, আবার একজন এয়েছে না কি ? সা। আবার একজন কি ? স্বামী ? ন। মরণ আর কি ! তাও কি হয় ? সা। হ'লে ভাল হতো–দুই জনে ভাগ করিয়া নিতাম। তোমার ভাগে নূতনটা দিতাম । - ন। ছি! ছি ! ও সব কথা কি মুখে আনে ? সী । মনে ? ন। তুই আমায় যা ইচ্ছা তাই বলিবি কেন ? সা। তা ভাই, কি জিজ্ঞাসা করবে, না বুঝাইয়া বলিলে কেমন করিয়া উত্তর দিই ? ন। বলি, গিল্পীর না কি আর একটি বউ এয়েছে ?
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।