२२ দেবী চৌধুরাণী অনেকক্ষণ কথা কহিল না। শেষে প্রফুল্ল অল্প অল্পমাত্র হাসিয়া, গলায় কাপড় দিয়া ব্ৰজেশ্বরের পায়ের গোড়ায় আসিয়া ঢিপ করিয়া এক প্রণাম করিল। . ব্রজেশ্বর বাপের মত নহে। প্রণাম গ্রহণ করিয়া অপ্রতিভ হইয়া বাহু ধরিয়া প্রফুল্লকে উঠাইয়া পালঙ্কে বসাইল । বসাইয়া আপনি কাছে বসিল । প্রফুল্পের মুখে একটু ঘোমটা ছিল—সেকালের মেয়ের একালের মেয়েদের মত নহে —ধিক্ একাল ! তা সে ঘোমটাটুকু, প্রফুল্লকে ধরিয়া বসাইবার সময়ে সরিয়া গেল। ব্রজেশ্বর দেখিল যে, প্রফুল্ল কাদিতেছে। ব্রজেশ্বর না বুঝিয়া সুবিয়া—আছি ! ছিঃ! ছি! বাইশ বছর বয়সেই ধিক্ ! ব্রজেশ্বর না বুঝিয়া স্থঝিয়া, না ভাবিয়া চিন্তিয়, যেখানে বড় ডবৃডবে চোকের নীচে দিয়া এক ফোটা জল গড়াইয়া আসিতেছিল—সেই স্থানে—আ ! ছিঃ! ছি:! —ব্রজেশ্বর হঠাৎ চুম্বন করিলেন। গ্রন্থকার প্রাচীন-লিপিতে লজ্জা নাই—কিন্তু ভরসা করি, মার্জিতরুচি নবীন পাঠক এইখানে এ বই পড়া বন্ধ করিবেন। যখন ব্ৰজেশ্বর এই ঘোরতর অশ্লীলতা-দোযে নিজে দূষিত হইতেছিলেন, এবং গ্রন্থকারকে সেই দোষে দূষিত করিবার কারণ হইতেছিলেন—যখন নিৰ্ব্বোধ প্রফুল্ল মনে মনে ভাবিতেছিল যে, বুঝি এই মুখচুম্বনের মত পবিত্র পুণ্যময় কৰ্ম্ম ইহজগতে কখনও কেহ করে নাই, সেই সময়ে দ্বারে কে মুখ বাড়াইল। মুখখানা বুঝি অল্প একটু হাসিয়াছিল—কি যার মুখ, তার হাতের গহনার বুঝি একটু শব্দ হইয়াছিল—তাই ব্রজেশ্বরের কান সে দিকে গেল। ব্ৰজেশ্বর সে দিকে চাহিয়া দেখিলেন। . দেখিলেন, মুখখানা বড় সুন্দর। কালো কুচকুচে কোকড়া কোকড় ঝাপটায় বেড়া—তখন মেয়েরা ঝাপটা রাখিত—তার উপর একটু ঘোমটা টানা—ঘোমটার ভিতর দুইটা পদ্ম-পলাশ চক্ষু ও ছুইখানা পাতলা রাঙ্গা ঠোট মিঠে মিঠে । হাসিতেছে। ব্রজেশ্বর দেখিলেন, মুখখানা সাগরের। সাগর, স্বামীকে একটা চাবি ও কূথুপ । দেখাইল । সাগর ছেলেমানুষ ; স্বামীর সঙ্গে জিয়াদা কথা কয় না। ব্রজ কিছু বুঝিতে পারিলেন না। কিন্তু বুঝিতে বড় বিলম্বও হইল না। সাগর বাহির হইতে কপাট টানিয়া দিয়া, শিকল লাগাইয়া, কুলুপে চাবি ফিরাইয়া বন্ধ করিয়া, ছড়, দুড়, করিয়া ছুটিয়া পলাইল । ব্ৰজেশ্বর, কুলুপ পড়িল শুনিতে পাইয়া, “কি কর, সাগর ! কি কর, সাগর ” বলিয়া চেচাইল। সাগর কিছুতেই কান না দিয়া তুড়, ছড়, ঝম্ ঝম্ করিয়া ছুটিয়া একেবারে ব্ৰহ্মঠাকুরাণীর বিছানায় গিয়া শুইয়া পড়িল । ব্ৰহ্মঠাকুরাণী বলিলেন, “কি লা সাগর বে ? কি হয়েছে ? এখানে এসে শুলি যে ?” সাগর কথা কয় না।
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।