পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিব। প্র। আপনি দেখিতেছি জ্ঞানী, আপনি আমায় শিখাইয়া দিন, ধন লইয়া কি : , ভ। শিখাইতে পাচ সাত বৎসর লাগিবে। যদি শেখ, আমি শিখাইতে পারি। এই পাঁচ সাত বৎসর তুমি ধন স্পর্শ করিবে না। তোমার ভরণপোষণের কোন কষ্ট হইবে না। তোমার খাইবার পরিবার জন্য যাহা যাহা আবশ্বক, তাহা অামি পাঠাইয়া দিব। কিন্তু আমি যাহা বলিব, তাহাতে দ্বিরুক্তি না করিয়া মানিতে হইবে । কেমন, স্বীকৃত আছ ? প্র । বাস করিব কোথায় ? ভ। এইখানে। ভাঙ্গা চোরা একটু একটু মেরামত করিয়া দিব। প্র। এইখানে একা বাস করিব ? ভ। না, আমি দুই জন স্ত্রীলোক পাঠাইয়া দিব। তাহার তোমার কাছে থাকিবে। কোন ভয় করিও না। এ বনে আমি কৰ্ত্তা। আমি থাকিতে তোমার কোন অনিষ্ট ঘটিবে না। প্র । আপনি কিরূপে শিখাইবেন ? ভ। তুমি লিখিতে পড়িতে জান ? প্র । না । ভ। তবে প্রথমে লেখা পড়া শিখাইব । প্রফুল্ল স্বীকৃত হইল। এ অরণ্যমধ্যে একজন সহায় পাইয়া সে আলোদিত হইল । ভবানী ঠাকুর বিদায় হইয়া সেই ভগ্ন অট্টালিকার বাহিরে আসিয়া দেখিলেন, এক ব্যক্তি র্তাহার প্রতীক্ষা করিতেছে। তাহার বলিষ্ঠ গঠন, চৌগোপ্পা ও ছাটা গালপাট্ট আছে। ভবানী তাহাকে জিজ্ঞাসা করিলেন, “রঙ্গরাজ ! এখানে কেন ?” রঙ্গরাজ বলিল, “আপনার সন্ধানে। আপনি এখানে কেন ?” ভ। যা এত দিন সন্ধান করিতেছিলাম, তাহা পাইয়াছি। রঙ্গ, রাজা ? ভ। রাণী । রঙ্গ। রাজা রাণী আর খুজিতে হইবে না। ইংরেজ রাজা হইতেছে। কলিকাতায় না কি হষ্টিনষ্ট বলিয়া এক জন ইংরেজ ভাল রাজ্য ফাদিয়াছে। ভ। আমি সে রকম রাজা খুজি না। আমি খুজি যা, তাত তুমি জান ।

  • Warren Hastings.