পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

įo সেই যুগে ভারতের সত্য ইতিহাসে ঠিক এইরূপ ঘটনা দুই জায়গায় দেখিতে পাই। ডাঙ্গা ও জলের সন্ধিস্থলে, যেমন নদীর ঘাটে, শিক্ষিত ইংরেজ সৈন্য বড় অসুবিধায় পড়ে, সেরূপ কুস্থানে অল্পক্ষণব্যাপী দ্রুতগামী যুদ্ধে লাঠি সড়কিই বিজয়ী হয় ; ডাঙ্গায় রীতিমত স্থলযুদ্ধে নহে, নৌকায় করিয়া পুরাপুরি জলযুদ্ধেও নহে। ১৭ সেপ্টেম্বর ১৬৭৯ সনে খান্দেরী দ্বীপের উপর নামিতে গিয়া ছোট নৌকার আরোহী ইংরেজ সেনানী লেফটেনাণ্ট থর্প এবং আর দুই জন ইংরেজ মারা যায় এবং অনেক ইংরেজ গোরা মারাঠাদের হাতে বন্দী হয়। আর একটি দৃষ্টান্ত আছে—১৭৪৮ সনের ১৭ই ফেব্রুয়ারি এনসাইন ইংলিশ নামক কোম্পানীর সৈনিক কৰ্ম্মচারী কাসিমবাজার হইতে জলপথে কলিকাতায় চারি লাখ টাকার অধিক মূল্যের মাল লইয়া যাইবার সময় কাটোয়ার নিকট নদীতে কম জলে পৌছিলে মারাঠা সৈন্যেরা অতি সহজে বিনা রক্তপাতে তাহার সব মাল লুঠিয়া লয় এবং সাহেবকে নিরস্ত্র করে। আমার Shivaji, p. 274 fRR Bihar đê Orissa during the Fall Qf the Mughal Empire, p. 98-এ ইহার বিস্তৃত বিবরণ আছে । এই সময়কার রঙ্গপুরের ঘটনা সম্বন্ধে সরকার কাগজপত্র হইতে নিম্নলিখিত কয়টি কথামাত্র জানা যায়--- - In sjune] 1787, Lieutenant Brennan was employed against a notorious leader of dacoits, named Bhawani Pathak. He despatched a native officer with 24 sepoys, who surprised Pathak with 60 of his followers, in their boats. A fight took place in which Pathak himself and three of his lieutenants were killed and eight wounded, besides 42 taken prisoners. We catch a glimpse from the Lieutenant's report of a female dacoit, by name Devi Chaudhurani, also in league with Pathak. She lived in boats, had a large force of barkandazes in her pay, and committed dacoities on ho own account, besides receiving a share of the booty obtained by Pathak. Her title of Chaudhurani would imply that she was a zamindar, probably a petty one, else she need not have lived in boats for fear of capture On receiving Lieut. Brennan's report, the Collector of Rangpur wrote to him, on 12th July 1787,...“I cannot at present give you any orders with respect to the female dacoit mentioned in your letter. If on examination of [the] Bengal{i} papers which you have sent it shall appear that there are sufficient grounds for apprehending her,...I shall send you such orders as may be necessary.” জমিদার হরবল্লভের নামটি বঙ্কিম ঋষ্টিয়াল সংকলি* Notes on huminore হইতে