পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্র । তুমি কি জেতের মেয়ে ? . গোবুরার মা। যেতে আসতে খুব পারব। যেখানে বলিবে, সেইখানেই যাব। প্র। বলি, তুমি কি লোক ? ; গোবুরার মা । আর তোমার লোকে কাজ কি মা ! আমি একাই তোমার সব কাজ করে দেব। কেবল তুই একটা কাজ পারব না। প্র । পারবে না, কি ? - গোবুরার মার কান ফুটিল। বলিল, “পারব না, কি ? এই জল তুলতে পারব না। আমার কাকালে জোর নাই। আর কাপড়চোপড় কাচা—ত না হয় মা, তুমিই ক’রে ” প্র। আর সব পারবে ত ? গো-মা । বাসনটাসনগুলো মাজা—তাও না হয় তুমি আপনিই করলে । প্র। তাও পারবে না; তবে পারবে কি ? গো-মা । আর এমন কিছু না—এই ঘর ক্টেটোন, ঘর নিকোন, এটাও বড় পারি নে। প্র। পারবে কি ? গো-মা। আর যা বল। সলতে পাকাব, জল গড়িয়ে দেব, আমার এটো পাতা ফেলবো,—আর আসল কাজ যা যা, তা করব—হাট করব। প্র । বেসাতির হিসাবট দিতে পারবে ? গো-মা । তা মা, আমি বুড়ো মানুষ, হালা কালা, আমি কি অত পারি! তবে কড়িপাতি যা দেবে, তা সব খরচ করে আস্ব—তুমি বলতে পাবে না যে, আমার এই খরচটা হলো না । প্র । বাছা, তোমার মত গুণের লোক পাওয়া ভার। গো-মা । তা মা, যা বল, তোমার আপনার গুণে বল । প্রফুল্ল অপরাকে তখন বলিল, “তোমার নাম কি গা ?” নবাগতা সুন্দরী বলিল, “ত ভাই, জানি না।” প্রফুল্ল হাসিয়া বলিল, “সে কি ; বাপ মায় কি নাম রাখে নাই ?” সুন্দরী বলিল, “রাখাই সম্ভব। কিন্তু আমি সবিশেষ অবগত নহি ।” প্র। সে কি গো ? মুন্দরী। জ্ঞান হইবার আগে হইতে আমি বাপ মার কাছছাড়া । ছেলেবেলায় আমায় ছেলেধরায় চুরি করিয়া লইয়া গিয়াছিল। 。