পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BB BB BBB BBB DBB BBBS DD DD DBB BBB DD BB BBBS S প্রহরীর মাথার লাল পাগড়ি উড়িয়া গেল। প্রহরী “রাম রাম ” শব্দ করিতে লাগিল। " বলিতে বলিতে ছিপ আসিয়া বজরার পিছনে লাগিল। অমনি দশ বার জন লোক ছিপ হইতে হাতিয়ার সমেত বজরার উপর উঠিয়া পড়িল। যে ছয় জন হিন্দুস্থানী নিদ্রিত ছিল, তাহারা বন্দুকের আওয়াজে জাগরিত হইয়াছিল বটে, কিন্তু ঘুমের ঘোরে হাতিয়ার হাতড়াইতে তাহাদের দিন গেল। ক্ষিপ্ৰহস্তে আক্রমণকারীরা তাহাদিগকে নিমেষমধ্যে র্বাধিয়া । .ফেলিল । যে দুই জন আগে হইতে জাগ্রত ছিল, তাহারা লড়াই করিল, কিন্তু সে অল্পক্ষণ মাত্র । আক্রমণকারীরা সংখ্যায় অধিক, শীঘ্র তাহাদিগকে পরাস্ত ও নিরস্ত্র করিয়া বাধিয়া ফেলিল। তখন ছিপের লোক বজরার ভিতর প্রবেশ করিতে উদ্যত হইল। বজরার দ্বার বন্ধ । ভিতরে ব্রজেশ্বর। তিনি শ্বশুরবাড়ী হইতে বাড়ী যাইতেছিলেন। পথে এই বিপদ । এ কেবল র্তাহার সাহসের ফল । অন্য কেহ সাহস করিয়া রাত্রে বজরা খুলিত না। রঙ্গরাজ কপাটে করাঘাত করিয়া বলিল, “মহাশয় দ্বার খুলুন।” ভিতর হইতে সদ্বোনিদ্রোথিন্ত ব্ৰজেশ্বর উত্তর করিল, “কে ? এত গোল কিসের ?” রঙ্গরাজ বলিল, “গোল কিছুই না—বজরায় ডাকাইত পড়িয়াছে।” - ব্ৰজেশ্বর কিছুক্ষণ স্তব্ধ হইয়া, পরে ডাকিতে লাগিল, “পাড়ে ! তেওয়ারি । রামসিং!” রামসিং ছাদের উপর হইতে বলিল, “ধৰ্ম্মাবতার ! শালা লোক সৰ্ব কোইকো বাধকে রাক্খা।” - ব্ৰজেশ্বর ঈষৎ হাসিয়া বলিল, “শুনিয়া বড় দুঃখিত হইলাম। তোমাদের মত বীরপুরুষদের ডালরুটি খাইতে না দিয়া, বাধিয়া ফেলিয়াছে ! ডাকাইতের এ বড় ভ্ৰম । ভাবনা করিও না–কাল ডালরুটির বরাদ্দ বাড়াইয়া দিব ।” শুনিয়া রঙ্গরাজও ঈষৎ হাসিল । বলিল, “আমারও সেই মত ; এখন দ্বার খুলিবেন বোধ হয় ।” y ব্ৰজেশ্বর জিজ্ঞাসা করিল, “তুমি কে ?” রঙ্গরাজ। আমি একজন ডাকাইত মাত্র। দ্বার খোলেন এই ভিক্ষা । “কেন দ্বার খুলিব ?” রঙ্গরাজ। আপনার সর্বস্ব লুটপাট করিব। ব্ৰজেশ্বর বলিল, “কেন ? আমাকে কি হিন্দুস্থানী ভেড়ীওয়ালা পাইলে ? আমার