বলিল। ঘাৱে সেনী পর্দা ফেলা আছে—ভিতর দেখা যায় জিজ্ঞাসা করিল, “কি সংবাদ ”ি - - ब्रज । जय भक्रल । দেবী । তোমাদের কেহ জখম হইয়াছে ? > রঙ্গ । কেহ না । '. দেবী। তাহাদের কেহ খুন হইয়াছে ? রঙ্গ । কেহ না—আপনার আজ্ঞামত কাজ হইয়াছে । দেবী। তাহাঁদের কেহ জখম হইয়াছে ? রঙ্গ। দুইটা হিন্দুস্থানী তুই একটা আঁচড় খেয়েছে। কাটা ফোটার মত। দেবী। মাল ? রঙ্গ। সব আনিয়াছি। মাল এমন কিছু ছিল না। . দেবী। বাৰু ? রঙ্গ । বাবুকে ধরিয়া আনিয়াছি । দেবী। হাজির কর । রঙ্গরাজ তখন ব্রজেশ্বরকে ইঙ্গিত করিল। ব্রজেশ্বর ছিপ হইতে উঠিয়া আসিয়া দ্বারে দাড়াইল । দেবী জিজ্ঞাসা করিল, “আপনি কে ?” দেবীর যেন বিষম লাগিয়াছে—গলার আওয়াজটা বড় সাফ নয়। ব্ৰজেশ্বর যেরূপ লোক, পাঠক এতক্ষণে বুঝিয়াছেন বোধ হয়। ভয় কাহাকে বলে, তাহা তিনি বালককাল হইতে জানেন না। যে দেবী চৌধুরাণীর নামে উত্তর-বাঙ্গালা কঁাপিত, তাহার কাছে আসিয়া ব্ৰজেশ্বরের হাসি পাইল । মনে ভাবিলেন, “মেযেমানুষকে পুরুষে ভয় করে, এ ত কখনও শুনি নাই। মেয়েমানুষ ত পুরুষের বাদী।” হাসিয়া ব্ৰজেশ্বর দেবীর কথায় উত্তর , দিলেন, “পরিচয় লইয়া কি হইবে ? আমার ধনের সঙ্গে আপনাদিগের সম্বন্ধ, তাহা পাইয়াছেন —নামে ত টাকা হইবে না।” দেবী ৷ হইবে বৈ কি ? আপনি কি দরের লোক, তাহা জানিলে টাকার ঠিকানা হইবে। (তবু গলাটা ধরা ধরা । ) - ব্রজ । সেই জন্যই কি আমাকে ধরিয়া আনিয়াছেন ? দেবী। নহিলে আপনাকে আমরা আনিতাম না।
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।