- * . . . . . . . o - 羲( + ੀ ਂਪ੍ਰੀ ੂ | & সাগর। আমি কয়েদী নই, আমাকে কেহ ধরিয়া আনে নাই। আমি ইচ্ছাক্রমে দেবী রাণীর সাহায্য লইয়াছি। তোমাকে দিয়া আমার পা টিপাইব বলিয়া দেবী রাণীর রাজ্যে বাস করিতেছি । - - * , . তখন নিশি আসিল। ব্রজেশ্বর তাহার বস্ত্ৰালঙ্কারে জঁাকজমক দেখিয়া মনে করিল, “এই দেবী চৌধুরাণী।” ব্ৰজেশ্বর সন্ত্রম রাখিবার জন্য উঠিয়া দাড়াইল। নিশি বলিল, “স্ত্রীলোক ডাকাইত হইলেও তাহার অত সম্মান করিতে নাই—আপনি বসুন। এখন শুনিলেন, কেন আপনার বজরায় আমরা ডাকাইতি করিয়াছি ? এখন সাগরের পণ উদ্ধার হইয়াছে ; এখন আপনাতে আর আমাদের প্রয়োজন নাই, আপনি আপনার নৌকায় ফিরিয়া যাইলে কেহ আটক করিবে না। আপনার জিনিযপত্র এক কপর্দক কেহ লইবে না, সব আপনার বজরায় ফিরিয়া পাঠাইয়া দিতেছি। কিন্তু এই একটা কপর্দক—এই পোড়ারমুখী সাগর, ইহার কি হইবে ? এ কি রাপের বাড়ী ফিরিয়া যাইবে ? ইহাকে আপনি লইয়া যাইবেনকি ? মনে করুন, আপনি উহার এক কড়ার কেনা গোলাম।” বিস্ময়ের উপর বিস্ময় ব্ৰজেশ্বর বিহ্বল হইল। তবে ডাকাইতি সব মিথ্যা, এরা ডাকাইত নয় । ব্ৰজেশ্বর ক্ষণেক ভাবিল, ভাবিয়া শেষে বলিল, “তোমরা আমায় বোকা বানাইলে। আমি মনে করিয়াছিলাম, দেবী চৌধুরাণীর দলে আমার বজরায় ডাকাইতি করিয়াছে।" - তখন নিশি বলিল, “সত্য সত্যই দেবী চৌধুরাণীর এই বজরা। দেবী রাণী সত্য সত্যই ডাকাইতি করেন,”–কথা শেষ হইতে না হইতেই ব্ৰজেশ্বর বলিল, “দেবী রাণী সত্য সত্যই ডাকাইতি করেন—তবে আপনি কি দেবী রাণী নন ?” : নিশি। আমি দেবী নই। আপনি যদি রাণীজিকে দেখিতে চান, তিনি দর্শন দিলেণ্ড । দিতে পারেন। কিন্তু যা বলিতেছিলাম, তা আগে শুনুন। আমরা সত্য সত্যই ডাকাইতি করি, কিন্তু আপনার উপর ডাকাইতি করিবার আর কোন উদ্দেশু নাই, কেবল সাগরের প্রতিজ্ঞা রক্ষা। এখন সাগর বাড়ী যায় কি প্রকারে ? প্রতিজ্ঞাত রক্ষা হইল। - ব্র । অসিল কি প্রকারে ? নিশি। রাণীজির সঙ্গে । - ব্ৰ। আমিও ত সাগরের পিত্রালয়ে গিয়াছিলাম—সেখান হইতেই আসিতেছি। কই, সেখানে ত রাণীজিকে দেখি নাই ? নিশি। রাণীজি আপনার পরে সেখানে গিয়াছিলেন।
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।