পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

u BBBB BBBB BB BBB BBB BBS BB BBBS BBB BB DD S বো। এসে ভাই, রাণী দেখিৰে এসে ” এই বলিয়া নিশি ব্রজেশ্বরকে আর এক কামরায় । অষ্টম পরিচ্ছেদ # নিশি ব্রজেশ্বরকে সঙ্গে করিয়া দেবীর শয্যাগৃহে লইয়া গেল। ব্রজেশ্বর দেখিলেন, শয়নঘর দরবার কামরার মত অপূৰ্ব্ব সজ্জায় সজ্জিত। বেশীর ভাগ, একখানা সুবর্ণমণ্ডিত মুক্তার ঝালরযুক্ত ক্ষুদ্র পালঙ্ক আছে। কিন্তু ব্ৰজেশ্বরের সে সকল দিকে চক্ষু ছিল না। এত ঐশ্বৰ্য্যের অধিকারিণী প্রথিতনামী দেবীকে দেখিবেন। দেখিলেন, কামরার ভিতর অনাবৃত কাষ্ঠের উপর বসিয়া, অৰ্দ্ধাবগুণ্ঠনবতী একটি স্ত্রীলোক। নিশি ও সাগরে, ব্রজেশ্বর যে চাঞ্চল্যময়ত দেখিয়াছিলেন, ইহাতে তাহার কিছুই নাই। এ স্থির, ধারা—নিমুদৃষ্টি, লজ্জাবনতমুখী। নিশি ও সাগর, বিশেষতঃ নিশি সৰ্ব্বাঙ্গে রত্নালঙ্কারমণ্ডিত, বহুমূল্য বসনে আবৃতা—কিন্তু ইহার তা কিছুই নাই। দেবী ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাতের ভরসায় বহুমূল্য বস্ত্ৰালঙ্কারে ভূষিত হইয়াছিলেন, ইহা আমরা পূর্বেই দেখিয়াছি। কিন্তু সাক্ষাতের সময় উপস্থিত হইলে, দেবী সে সকলই ত্যাগ করিয়া সামান্য বস্ত্র পরিয়া, হাতে কেবল একখানি মাত্র সামান্ত অলঙ্কার রাখিয়া ব্ৰজেশ্বরের প্রতীক্ষা করিতেছিলেন। প্রথমে নিশির বুদ্ধিতে দেবী ভ্রমে পড়িয়াছিল ; শেষে বুঝিতে পারিয়া আপনা আপনি তিরস্কার করিয়াছিল ; “ছি ! ছি। - ছি ! কি করিয়াছি । ঐশ্বৰ্য্যের ফঁাদ পাতিয়াছি।” তাই এ বেশ পরিবর্তন। ব্ৰজেশ্বরকে পৌছাইয়া দিয়া নিশি চলিয়া গেল। ব্রজেশ্বর প্রবেশ করিলে, দেবী গাত্ৰোখান করিয়া ব্ৰজেশ্বরকে প্রণাম করিল। দেখিয়া ব্রজেশ্বর আরও বিম্মিত इहेश-कट्टे, আর কেহ ত প্রণাম করে নাই ? দেবী তখন ত্রক্তেশ্বরের সম্মুখে দাড়াইল—ব্রজেশ্বর দেখিল, যথার্থ দেবীমূৰ্ত্তি । এমন আর কখন দেখিয়াছে কি ? হ্য, ব্রজ আর একবার এমনই দেখিয়াছিল। সে আরও মধুর,—কেন না, দেবীমূৰ্ত্তি তখন বালিকার মূৰ্ত্তি—ব্রজেশ্বরের তখন প্রথম যৌবন। হায়! এ যদি সেই হইত ! এ মুখ দেখিয়া, ব্রজেশ্বরের সে মুখ মনে পড়িল, কিন্তু দেখিলেন, এ মুখ সে মুখ নহে। তার কি কিছুই এতে নাই ? আছে বৈকি—কিছু আছে। ব্রজেশ্বর তাই অবাক হইয়া দেখিতে লাগিল। সে ত অনেক দিন মরিয়া গিয়াছে—