DD DD BB BBBS BB BB BBBD DDD BBB BDSDDBBB BBS আসিল, পড়িল না। তাই দেবী সে জল দেখিতে পাইল না। দেখিতে পাইলে আজ একটা । কাণ্ডকারখানা হইয়া যাইত। দুইখানা মেঘেই বৈদ্যুতি ভরা। - প্রণাম করিয়া, নিম্ননয়নে দেবী বলিতে লাগিল, “আমি আপনাকে আজ জোর করিয়া । ধরিয়া আনিয়া বড় কষ্ট দিয়াছি। কেন এমন কুকৰ্ম্ম করিয়াছি, শুনিয়াছেন। আমার অপরাধ · লইবেন না।” - ব্ৰজেশ্বর বলিলেন, “আমার উপকারই করিয়াছেন।” বেশী কথা বলিবার ব্রজেশ্বরের শক্তি নাই । দেবী আরও বলিল, “আপনি আমার এখানে দয়া করিয়া জলগ্রহণ করিয়াছেন, তাহাড়ে । আমার বড় মৰ্য্যাদা বাড়িয়াছে। আপনি কুলীন—আপনারও মর্য্যাদা রাখা আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব । যাহা মৰ্য্যাদাস্বরূপ আমি আপনাকে দিতেছি, তাহা গ্রহণ করুন।” ব্র । স্ত্রীর মত কোন ধন ? আপনি তাই আমাকে দিয়াছেন। ইহার বেশী আর কি দিবেন ? ও ব্রজেশ্বর ! কি বলিলে ? স্ত্রীর মত ধন আর নাই ? তবে বাপ বেটায় মিলিয়া প্রফুল্লকে তাড়াইয়া দিয়াছিলে কেন ? - পালঙ্কের পাশে একটি রূপার কলসী ছিল—তাহা টানিয়া বাহির করিয়া, দেবী ব্রজেশ্বরের নিকটে রাখিল, বলিল,-“ইহাই গ্রহণ করিতে হইবে ।” ব্রজ। আপনার বজরায় এত সোনা রূপার ছড়াছড়ি যে, এই কলসীটা নিতে আপত্তি করিলে, সাগর আমায় বকিবে । কিন্তু একটা কথা আছে— কথাটা কি-দেবী বুঝিল, বলিল, “আমি শপথ করিয়া বলিতেছি, এ চুরি ডাকাইতির নহে । আমার নিজের কিছু সঙ্গতি আছে—শুনিয়া থাকিবেন। অতএব গ্রহণপক্ষে কোন সংশয় করিবেন না।” ব্ৰজেশ্বর সম্মত হুইল—কুলীনের ছেলের আর অধ্যাপক ভট্টাচার্য্যের “বিদায়" বা “মর্য্যাদা” গ্রহণে লজ্জা ছিল না—এখনও বোধ হয় নাই । কলসীটা বড় ভারী ঠেকিল, ব্রজেশ্বর সহজে তুলিতে পারলেন না। বলিলেন, “এ কি এ ? কলসীটা নিরেট না কি !” দেবী। টানিবার সময়ে উহার ভিতর শব্দ হইয়াছিল—নিরেট সম্ভবে না।
পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।