পাতা:ধম্মপদ (চারু চন্দ্র বসু).djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{!/ a 欖 । এরূপ মহামূল্য গ্রন্থ সৰ্ব্বসাধারণের উপযোগী হইয়া প্রকাশিত ট্রইল, ইহা বড়ই আনন্দের কথা । kপ্রসিডেন্সী কলেজ, কলিকাতা। { শ্ৰী সতীশচন্দ্র আচাৰ্য্য বিদ্যাভূষণ । w | 8 ه - 8 -س-(3 দ্বিতীয় সংস্করণ । ধৰ্ম্মপদ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল । ইহাতে স্থানে নে কিঞ্চিৎ পরিবর্তন ধ্রু পরিবদ্ধন করা হইয়াছে। প্রথম ংস্করণের প্রতি সাধারণে যেরূপ আগ্রহ ও সহানুভূতি প্রদর্শন করিয়া ছিলেন আশা করি এই সংস্করণের প্রতি ও র্তাহারা সেইরূপ সামুকম্প ষ্টিপাত করিবেন। সংবাদ পত্র ও মাসিক পত্রের সম্পাদকগণ স্বস্ব পত্রিকায় এই গ্রন্থের সমালোচনা প্রকাশ করিয়া গ্রন্থকারকে কৃতজ্ঞত পাশে বদ্ধ করিয়াছেন। আবার কেহ কেহ অনুগ্রহ করিয়া বিষয়বিশেষের প্রতি তাহার দৃষ্টিও আকর্ষণ করিয়াছেন। সমালোচনা গুলি ইদানীং আমাদের সমক্ষে উপস্থিত না থাকায় সৰ্ব্বত্র সম্পাদকগণের প্রদত্ত উপদেশ অনুসারে কার্য্য করিতে পারিলাম না । o - আমার মনে পড়ে প্রবাসীর সম্পাদক মহাশয় লিখিয়াছিলেন বর্তমান ধৰ্ম্মপদ গ্রন্থ অসম্পূর্ণ, ইহাতে কেবল ২৬টা বগগ’ বা অধ্যায় মাছে, মূল ধৰ্ম্মপদে ৩৯টা অধ্যায় ছিল ; বর্তমান ধৰ্ম্মপদের শ্লোক ਸੇਖੋ। ৪২৩, মূল ধৰ্ম্মপদে ৭৫২ শ্লোক ছিল। অতএব তাহার মতে মামাদের অপর ১৩টা অধ্যায় ও ৩২৯টা শ্লোক অনুসন্ধান করা উচিত। হর উত্তরে আমার বক্তব্য এই, বর্তমান ধৰ্ম্মপদ গ্রন্থ অর্ণ সম্পূৰছে