ه له لا এই পুস্তক প্রণয়ন কালে আমাকে নানাবিধ পরামর্শ দ্বার সাহায্য করিয়াছেন । সৰ্ব্বশেষে সৰ্ব্বসাধারণের নিকট নিবেদন এই সে এবার পুস্তকখানিতে অনেক ক্রট রহিয়া গেল, যদি সময়ান্তরে দ্বিতীয় সংস্করণ বাহির করিবার সুযোগ হয়, তাহা হইলে পুস্তকখানি সৰ্ব্বাঙ্গ সুন্দর করিবার চেষ্টা করিব । শ্ৰীচারুচন্দ্র বস্ত । দ্বিতীয় সংস্করণ । ভগবদ রূপায় ধৰ্ম্মপদের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল। প্রায় এক বৎসর পূর্বে এই পুস্তক প্রথম প্রকাশিত হয়। পুস্তকখানি প্রকাশিত হইবার পর, বিদ্বন্মগুলী যেরূপ আগ্রহ ও উৎসাহের সহিত উহ! গ্রহণ করিয়াছিলেন তাহ অতীব আশাপ্রদ। যাবতীয় সংবাদ পত্রের সম্পাদকগণ একবাক্যে স্ব স্ব সমালোচনায় গ্ৰন্থখানিকে ষেরূপ উচ্চস্থান প্রদান করিয়াছেন তজ্জন্ত অনুবাদক সকলের নিকট বিশেষরূপে কৃতজ্ঞতা পাশে বদ্ধ বিশেষতঃ আমার পরম শ্রদ্ধাস্পদ শ্ৰযুক্ত বাবু নরেন্দ্রনাথ সেন মহাশয় যেরূপ উৎসাহ প্রদান করেন " তাঙ্ক। বর্ণনাতীত। আশা করি দ্বিতীয় সংস্করণখানিও তদ্রুপ পণ্ডিত সমাজে আদৃত হইবে । বর্তমান সংস্করণখানি অনেক স্থলে পরিবর্তন করা গিয়াছে ও ইহাতে অনেক নূতন বিষয় সন্নিবিষ্ট হইয়াছে ; গ্রন্থ খানি আকারেও অনেক বড় হইয়াছে। পরিশিষ্টে বৌদ্ধ দর্শন, মনোবিজ্ঞান ও নীতিসম্বন্ধে বিশেষ বিশেষ জ্ঞাতব্য বিষয়ের একটি তালিকা প্রদত্ত হইল। আশা করি ইহা পাঠকদিগের অনেক উপকারে আসিবে। যদিও পুস্তকখানি আকারে বড় হইল সাধারণের সুবিধার জন্ত মূল পুৰ্ব্ববৎ রাখা গেল।
পাতা:ধম্মপদ (চারু চন্দ্র বসু).djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।