পাতা:ধম্মপদ (চারু চন্দ্র বসু).djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У i o শ্রদ্ধেয় বাবু রবীন্দ্রনাথ ঠাকুর, সুপণ্ডিত রায় কালীপ্রসন্ন ঘোষ, বাহাদুর ও প্রবাসী সম্পাদক মহাশয় নিজ নিজ পত্রিকায় পুস্তকখানির সমালোচনা কালে কতকগুলি বিষয়ের প্রতি অনুবাদকের মনোযোগ আকর্ষণ করিয়া বাধিত করিয়াছেন । আমার শ্রদ্ধাস্পদ বন্ধু পণ্ডিত সতীশচন্দ্র বিদ্যাভূষণ এম, এ, এই পুস্তকের দ্বিতীয় সংস্করণের নূতন ভূমিকাতে সেই সেই বিষয়গুলির যথাযথ আলোচনা করিয়াছেন। এস্থলে আমার পক্ষে আর অধিক কিছু উল্লেখ করা নিম্প্রয়োজন । ধৰ্ম্মপদ ভগবদবাণী ; ইহা ভগবান বুদ্ধের মুখনিঃস্তত অপূৰ্ব্ব উপদেশ ; এরূপ গ্রন্থ জগতে অতি বিরল । সমগ্র বৌদ্ধ জগদবাসী নরনারী মাত্রেই এই স্বৰ্গীয় উপদেশে মুগ্ধ । সমগ্র সভ্যজগতে এই উপদেশের প্রভাব দিন দিন বদ্ধিত হইতেছে। পাঁচ হাজার বৎসর পূৰ্ব্বে কুরুক্ষেত্রের ভয়াবহ রণস্থলে ভগবান বাসুদেব অর্জুনের রথোপরি অবস্থিত হইয়া যে উপদেশ প্রদান করিয়াছিলেন, যাহা এখনও কোটি কোটি হিন্দুপ্রাণকে মন্ত্ৰমুগ্ধ করিয়া রাখিয়াছে, এই গৌতমবুদ্ধ মুখনিঃস্থত পবিত্রবাণী তাহারই সমকক্ষ । ইহা জ্ঞান ও কয়ের সুন্দর সামঞ্জস্ত । ধৰ্ম্মপদগ্রন্থ কৰ্ম্মী ও ত্যাগীর প্রাণম্পর্শা উপদেশে পূর্ণ ; এক কথায় বলিতে গেলে, এইমাত্র বলা যায় ভগবদগীতার হ্যায় ধৰ্ম্মপদ ও বেদ ও উপনিষদের সারসংগ্রহ। গীতা ও ধৰ্ম্মপদের স্তায় যে জগৎপূজ্য পুস্তক ভারতেই প্রচারিত হইয়াছিল ইহাতে কোন ভারতবাসীর প্রাণ না আনন্দে বিস্তুেঞ্জি হয় ? আমাদের এই দুৰ্দ্দিনে, ব্রাহ্মণ্য ধৰ্ম্মের অধঃপতনের সময় বুদ্ধষ্ট্রে ব্রাহ্মণদিগের প্রতি যে উপদেশ ও উজ্জ্বল দৃষ্টান্ত তাহাদিগের गर्थ्ये উপস্থিত করিয়াছিলেন তাঙ্গ জগতে অতি বিরল ; এমন কি ব্রাহ্মী: সাহিত্যেও এরূপ দেখিতে পাওয়া যায়না। সাধারণ সাহিত্যে ও ভগবটু বাণীতে বিস্তর প্রভেদ। দ্বিতীয়টার প্রভাব অসীম। ইহা অপ্রতিহষ্ট্র