পাতা:ধম্মপদ (চারু চন্দ্র বসু).djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У t„“ о প্রভাবে জগতের ইতিহাসে, মানবসমাজে ও নরনারীর হৃদয়ে কাৰ্য্য করে । ধৰ্ম্মপদ শেষোক্ত শ্রেণীর অন্তর্গত । বেদ ও উপনিষদের দ্যায় এই য়ুকল উপদেশের এক অনিৰ্ব্বচনীয় মাধুর্য্য ও বীৰ্য্যদায়িনী শক্তি পরিলক্ষিত হয় । বুদ্ধদেব পয়তাল্লিশ বৎসর ধরিয়া মগধের নগরে নগরে যে উপদেশ প্রদান করিয়াছিলেন ও লোকের সম্মুথে জ্ঞান, কৰ্ম্ম ও নীতির যে উৎকৃষ্ট আদর্শ উপস্থিত করিয়াছিলেন, এই পবিত্র গ্রন্থে তাহারই সারাংশ পুস্তকাকারে নিবদ্ধ আছে ; আশা করি এ দেশের সকল সম্প্রদায়ের মধ্যে এই পুস্তকখানির দিন দিন আদর বৃদ্ধি হইবে, কারণ ইহার দ্যায় উদার অসাম্প্রদায়িক ধৰ্ম্মমত জগতে অতি বিরল । পুস্তকখানি প্রথম প্রণয়ন কালে আমি আশা করি নাই যে এক বৎসরের মধ্যে দ্বিতীয় সংস্করণ প্রকাশে সমর্থ হইব । একমাত্র সাহিত্যানুরাগীদিগের অনুগ্রহে ও ধৰ্ম্মপিপাসু ব্যক্তিদিগের কৃপায় এত শীঘ্র দ্বিতীয় সংস্করণটা প্রকাশ করিতে সমর্থ হইলাম, সেই জন্ত তাহদের সকলের নিকট আমার কৃতজ্ঞতা জানাইতেছি । পরিশেষে বক্তব্য এই, শিক্ষ। বিভাগের ডিরেক্টর শ্রযুক্ত পেডলার সাহেব বাহাদুর, সি, আই, ই ; এফ, gর, এস ; বিদ্ব্যোৎসাহী রাজা বিনয়কৃষ্ণ দেব বাহাদুর, ও চট্টগ্রামস্থ নীয় বৌদ্ধ ভিক্ষুমণ্ডলী, বিশেষতঃ মদীয় বন্ধু রাঙ্গুনীয়াস্থ সুধম্মাননা রবাসী শ্ৰীগুণরত্নভিক্ষু ও শ্ৰীহরগোবিন্দ মুচ্ছদি মহাশয় যেরূপ আগ্রহ উৎসাহ প্রদান করিয়াছেন তাহাতে ইহাদিগের প্রত্যেকের নিকট ম বিশেষরূপে কুতজ্ঞতাপাশে বদ্ধ। এই পুস্তকখানি ছাপা যখন {ৰ্ণ হইয়াছে, তখন আমার শ্রদ্ধেয় বন্ধু যশোহরস্ত লব্ধ প্রতিষ্ঠ কল রায় যদুনাথ মজুমদার বাহাদুরের একট প্রস্তাব আমার তি হয়, তিনি লিখিয়াছেন যে, গীতা বা উপনিষদের সহিত § উপদেশগুলির যে যে স্থানে ঐক্য আছে তাহ দেখাইয়া দিলে