পাতা:ধম্মপদ (চারু চন্দ্র বসু).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মপদ । সংস্কৃত –ধৰ্ম্মাঃ মনঃপূৰ্ব্বঙ্গমাঃ মনঃশ্রেষ্ঠাঃ মনোময়াঃ (মানসাত্মকাঃ)। প্রদুষ্ট্রেন মনসা চেং (কোহপি ) (কিঞ্চিৎ) ভাষতে, (কিঞ্চিৎ) করোতি ব, ততং চক্রম বহুতঃ (বলীবর্দন্ত ) পদমিবু এনং | ( পুরুষম ) দুঃখমন্বেতি ( অনুসরতি ) ৷ অনুবাদ —মনই ধৰ্ম্ম সমূহের পূৰ্ব্বগামী, মনই ধৰ্ম্ম সমহের মধ্যে শ্রেষ্ঠ, এবং ধৰ্ম্ম মন হইতেই উৎপন্ন হয়, অর্থাৎ মনুষোর স্বভাব বা চিন্তা মনের দ্বারাই অনুপ্রাণিত ও পরিচালিত হয় । জীবের চৈতসিক ভাব সমূহ মন হইতেই উৎপন্ন হয় ও মনের স্বভাব প্রাপ্ত হয় । যদি কেহ দূষিতান্তঃকরণে কথা কহে, বা কাৰ্য্য করে, তবে চক্র যেমন ভারবাহী বলীবদের পদচিহ্ন অনুসরণ করে—দুঃখও তাহাকে সেইরূপ অনুসরণ করে। মনোপূর্ববঙ্গমা ধম্মা মনোসেটা মনোময়। মনসা চে পসন্নেন ভাসতি বা করোতি বা । ততো নং সুখমন্থেতি ছায়াব অনপায়িনী ৷ ২ ৷৷ অন্বয়।—ধৰ্ম্ম মনোপুরঙ্গমা মনোসেটুঠ মনোময়। পসন্নেন মনসা | চে ভাসুতিবা, করোতি বা ততো অনপায়িনী ছায়াব নং: সুখমন্বেতি । সংস্কৃত।—ধৰ্ম্মাঃ মনঃপূৰ্ব্বঙ্গমাঃ মনঃশ্রেষ্ঠাঃ মনোময়াঃ । প্রসপ্লেন ( নিৰ্ম্মলেন ) মনসা চেৎ ( কোহপি ) ( কিঞ্চিৎ ) ভাষতে, ( কিঞ্চিৎ ) করোতি বা, ততঃ অনপায়িনী ছায়া ইব এনং সুগমন্বেতি ( অনুসরতি ) ৷ - অনুবাদ —মনই ধৰ্ম্ম সমূহের পূৰ্ব্বগামী, মনই ধৰ্ম্ম-মধ্যে প্রধান পদার্থ, y

% छनडो ।