পাতা:ধম্মপদ (চারু চন্দ্র বসু).djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যমকবগগে । * সংস্কৃত।—যশ্চ বাস্তকষায়ঃ অস্ত শীলেষু মুসমাহিতঃ, দমসত্যাভ্যামুপেতঃ সঃ বৈ কাষায়মৰ্হতি । অনুবাদ।—যিনি, কামরাগাদিদোষশূন্ত এবং শীল’-সমূহে সুপ্রতিষ্ঠিত, দান্ত ও সত্যবান—সেই ব্যক্তি অবশুই কাষায় বস্ত্র-পরিধানের উপযুক্ত। অসারে সারমতিনো সারে চাসারদস্সিনে । তে সারং নাধিগচ্ছন্তি মিচ্ছাসঙ্কল্পগোচর ॥ ১১ ॥ অন্বয় —( যে ) অসারে সারমতিনো, সারে চ অসারদস্সিনো, মিচ্ছাসঙ্কল্পগোচরা তে সারং নাধিগচ্ছন্তি । সংস্কৃত –( যে ) অসারে সারমতয়ঃ সারে চ অসারদর্শিনঃ, মিথ্যাসঙ্কল্প গোচরাঃ, তে সারং নাধিগচ্ছন্তি । অনুবাদ ।—যাহারা, অসার বস্তুকে সার বিবেচনা করে এবং সারকে অসার বিবেচনা করে, অলীক চিন্তার ৬ প্রশ্রয়দাতা –সেই ব্যক্তি কথন সার প্রাপ্ত হয় না । সারঞ্চ সারতো এণ্ডত্ব অসীরঞ্চ অসারতো ! তে সারং অধিগচ্ছন্তি সম্মাসঙ্কল্পগোচরা ॥ ১২ ॥ অন্বয় – ( যে ) চ সারং সারতো এpস্ব অসারঞ্চ অসারতো ( জানন্তি ), সম্মাসঙ্কল্পগোচরা তে সারং নাধিগচ্ছন্তি ।

  • মিথ্যাদৃষ্টির ।

• সার—বৌদ্ধমতে সার ছয় প্রকার। যথা—শীলসার, সমাধিসার, প্রজ্ঞাসার সুিমুক্তিসার বিমুক্তিজ্ঞানদর্শনসার ও পরমার্থসার এই শেষোক্ত সারই—নিৰ্ব্বাণ