পাতা:ধর্ম্মতত্ত্ব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিষ্য। আপনি কি ইহাও মানেন যে, এ জন্ধে আমি অধৰ্ম্ম করিয়া আমার রোগ হয় । । . . . . . . . গুরু। আমিও মানি, তুমিও মান। তুমি কি মান না যে, হিম লাগাইলে সন্ধি । হয়, কি গুরুভোজন করিলে অজীর্ণ হয় ? - শিষ্য। হিম লাগান কি অধৰ্ম্ম ? গুরু। অন্ত ধৰ্ম্মের মত একটা শারীরিক ধৰ্ম্ম আছে। হিম লাগান তাহার বিরোধী। এই জন্ত হিম লাগান অধৰ্ম্ম । শিষ্য। এখানে অধৰ্ম্ম মানে hygiene ? গুরু। যাহা শারীরিক নিয়মবিরুদ্ধ, তাহা শারীরিক অধৰ্ম্ম । শিষ্য। ধৰ্ম্মাধৰ্ম্ম কি স্বাভাবিক নিয়মানুবৰ্ত্তিত। আর নিয়মাতিক্রম ? গুরু। ধৰ্ম্মাধৰ্ম্ম অত সহজে বুঝিবার কথা নহে। তাহা হইলে ধৰ্ম্মতত্ত্ব বৈজ্ঞানিকের হাতে রাখিলেই চলিত। তবে হিম লাগান সম্বন্ধে অতটুকু বলিলেই চলিতে পারে। শিষ্য। তাই না হয় হইল। বাচস্পতির দারিদ্র্য দুঃখ কোন পাপের ফল ? গুরু। দারিদ্র্য হুঃখটা আগে ভাল করিয়া বুঝা যাউক। দুঃখটা কি ? শিষ্য। খাইতে পায় না। - গুরু । বাচস্পতির সে তুঃখ হয় নাই, ইহা নিশ্চিত । কেন না, বাচস্পতি খাইতে না পাইলে এত দিন মরিয়া যাইত । শিষ্য। মনে করুন, সপরিবারে বুকড়ি চালের ভাত আর কাচকলা ভাতে খায় । গুরু। তাহা যদি শরীর পোষণ ও রক্ষার পক্ষে যথেষ্ট না হয়, তবে দুঃখ বটে। কিন্তু যদি শরীর রক্ষা ও পুষ্টির পক্ষে উহা যথেষ্ট হয়, তবে তাহার অধিক না হইলে দুঃখ বোধ করা, ধাৰ্ম্মিকের লক্ষণ নহে, পেটুকের লক্ষণ। পেটুক অধাৰ্ম্মিক। শিষ্য। ছোঁড়া কাপড় পরে। গুরু। বস্ত্রে লজ্জা নিবারণ হইলেই ধাৰ্ম্মিকের পক্ষে যথেষ্ট । শীতকালে শীত নিবারণও চাই। তাহা মোট কম্বলেও হয়। তাহ বাচস্পতির জুটে না কি ? শিষ্য। জুটিতে পারে। কিন্তু তাহারা আপনারা জল তুলে, বাসন মাজে, ঘর বাট দেয়। গুরু । শারীরিক পরিশ্রম ঈশ্বরের নিয়ম। যে তাহাতে অনিচ্ছুক, সে অধাৰ্ম্মিক । আমি এমন বলিতেছি না যে, ধনে কোন প্রয়োজন নাই। অথবা যে ধনোপার্জনে যত্নবান,