পাতা:ধর্ম্মতত্ত্ব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२३ ধৰ্ম্মতত্ত্ব পক্ষান্তরে, এক জনের অল্প হিত, আর এক দিকে অার এক জনের বেশী হিত পরম্পর বিরোধী, সেখানে অল্প হিত পরিত্যাগ করিয়া বেশী হিতসাধন করাই ধৰ্ম্ম, তদ্ধি * I gotta sotsi “Greatest good.” শিষ্য। সে ত স্পষ্ট কথা । . গুরু । যত স্পষ্ট এখন বোধ হইতেছে, কাৰ্য্যকালে তত স্পষ্ট হয় না। এক দিকে খামু ঠাকুর, কুলীন ব্রাহ্মণ, কন্যাভারগ্রস্ত, অর্থাভাবে মেয়েটি স্বঘরে দিতে পারিতেছেন না ; আর এক দিকে রাম ডোম, কতকগুলি আপোগণ্ডভারগ্রস্ত, সপরিবারে খাইতে পায় না, প্রাণ যায়। এখানে “Greatest good” রামার দিকে, কিন্তু উভয়েই তোমার নিকট যাচূঞা করিতে আসিলে, তুমি বোধ করি খামু ঠাকুরকে পাচটি টাকা দিয়াও কুষ্ঠিত হইবে, মনে করিবে কম হইল, আর রামাকে চারিট পয়সা দিতে পারিলেই আপনারে দাতা ব্যক্তির মধ্যে গণ্য করিবে। অন্ততঃ অনেক বাঙ্গালিই এইরূপ। বাঙ্গালি কেন, সকল জাতীয় লোক সম্বন্ধে এইরূপ সহস্র উদাহরণ দেওয়া যাইতে পারে। শিষ্য। সে কথা যাক। সৰ্ব্বভূত যদি সমান, তবে অল্পের অপেক্ষ বেশী লোকের হিতসাধন ধৰ্ম্ম, এবং এক জনের অল্প হিতের অপেক্ষায় এক জনের বেশী হিতসাধন ধৰ্ম্ম । কিন্তু যেখানে এক জনের বেশী হিত এক দিকে, আর দশ জনের অল্প হিত (তুল্য হিত নহে ) আর এক দিকে, সেখানে ধৰ্ম্ম কি ? - গুরু । সেখানে অঙ্ক কষিবে । মনে কর এক দিকে এক জনের যে পরিমাণে হিত সাধিত হইতে পারে, অন্য দিকে শত জনের প্রত্যেকের চতুর্থাংশের এক অংশ সাধিত হইতে পারে। এ স্থলে এই শত জনের হিতের অঙ্ক :-s = ২৫ । এখানে এক জনের বেশী হিত পরিত্যাগ করিয়। শত জনের অল্প হিতসাধন করাই ধৰ্ম্ম । পক্ষান্তরে, যদি এই শত জনের প্রত্যেকের হিতের মাত্রা চতুর্থাংশ না হইয়া, সহস্রাংশ হইত, তাহা হইলে ইহাদিগের মুখের মাত্রার সমষ্টি এক জনের % মাত্র। সুতরাং এ স্থলে সে শত ব্যক্তির হিত পরিত্যাগ করিয়া এক ব্যক্তির হিতসাধন করাই ধৰ্ম্ম । শিষ্য । হিতের কি এরূপ ওজন হয় ? মাপকাটিতে মাপ হয়, এত গজ এত ইঞ্চি? - - গুরু । ইহার সদুত্তর কেবল অনুশীলনবাদীই দিতে পারেন। র্যাহার সকল বৃত্তি, বিশেষ জ্ঞানার্জনীবৃত্তি সম্যক অনুশীলিত ও ফুৰ্ত্তিপ্রাপ্ত হইয়াছে, হিতাহিত মাত্রা ঠিক বুঝিতে তিনি সক্ষম। যাহার সেরূপ অনুশীলন হয় নাই, তাহার পক্ষে ইহা অনেক সময়ে