পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

කුංෆ মথিলিখিত সুসমাচার। [২৩ অধ্যায় । এই রাত্রিতে কুকুড়া ডাকের পূর্বে তুমি আমাকে তিন বার অস্বীকার করিব। তাছাতে পিতর কহিল, যদ্যপি তোমার ৩৫ সহিত মরিতে হয়, তথাপি কোন ক্রমে তোমাকে অস্বীকার করিব না ; এবং তদনুসারে সকল শিষ্য কহিল । পরে যীশু শিষ্যদের সহিত গেৎশিমানী নামক স্থানে ৩৬ উপস্থিত হইয় তাহাদিগকে কহিলেন, আমি ঐ স্থানে গিয়া যে পৰ্যন্ত প্রার্থনা করি, তাবৎ তোমরা এ স্থানে বসিয়া থাক । পরে তিনি পিতরকে এবং সিবদিয়ের দুই পুত্রকে ৩৭ সঙ্গে লইয়া গেলেন, আর শোকাকুল ও অত্যন্ত ব্যথিত হইতে লাগিলেন । এবং তাহাদিগকে কহিলেন, মৃত্যুজনক ৩৮ দুঃখেতে আমার প্রাণ অত্যন্ত দুঃখী হইতেছে ; তোমরা এই স্থানে আমার সঙ্গে জাগিয়া থাক । পরে তিনি কিঞ্চিৎ ৩৯ দুরে গিয়া উবুড় হইয়া পড়িয়া এই প্রার্থনা করিলেন, হে আমার পিতঃ, যদি হইতে পারে, তবে আমার নিকটহইতে এই পানপত্র দূরে যাউক; কিন্তু আমার ইচ্ছামত না হউক, তোমার ইচ্ছামত হউক । অনন্তর তিনি শিষ্যদিগের নিকটে ৪ • আইলে পর তাহাদিগকে নিদ্রিত দেখিয়া পিতরকে কহিলেন, তোমরা কি আমার সঙ্গে এক দণ্ডও জাগিতে পারিলা না ? পরীক্ষাতে যেন না পড়, এই জন্যে জাগ্রৎ হইয়। ৪১ প্রার্থনা কর ; আত্ম। উদ্যুক্ত বটে, কিন্তু শরীর দুর্বল । পুনশ্চ তিনি দ্বিতীয় বার গিয়া এই প্রার্থনা করিলেন, হে ৪২ আমার পিতঃ, পান না করিলে যদি এই পানপত্র আমার নিকটহইতে দুরে যাইতে না পারে, তবে তোমার ইচ্ছামত হউক । তিনি আরবার আসিয়া তাহাদিগকে পুনর্বার ৪৩ নিদ্রাগত দেখিলেন , কেনন। তাহদের চক্ষু নিদ্রাতে পূর্ণ ছিল । পরে তাহাদিগকে ত্যাগ করিয়া পুনর্বার গিয়া ৪৪ তৃতীয় বার পূর্বমত কথা কহিয়। প্রার্থনা করিলেন । পরে ৪৫ 90