পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR মথিলিখিত সুসমাচার। [২৩ অধ্যায়। প্রতিদিন তোমাদের সঙ্গে মন্দিরে বসিতাম, তখন আমাকে ধরিল না; কিন্তু ভবিষ্যদ্বক্তৃগণের বাক্য সিদ্ধির জন্যে এ ৫৬ সকল হইল । তখন সকল শিষ্য র্তাহাকে ত্যাগ করিয়৷ পলায়ন করিল ৷ পরে সেই সকল লোক যীশুকে ধরিয়া যে স্থানে অধ্যা- ৫৭ পকের ও প্রাচীনবগ সভা করিয়৷ বসিয়াছে, সেই স্থানে কিয়ফ নামক মহাযাজকের নিকটে লইয়া গেল । এবং ৫৮ পিতর মহাযাজকের অট্টালিকা পৰ্যন্ত দূরে র্তাহার পশ্চাৎ২ গমন করিয়া শেষে কি হইবে, ইহা দেখিবার জন্যে প্রবেশ করিয়া দাসগণের সঙ্গে বসিল । তখন প্রধান যাজকগণ ও প্রাচীনের ও মন্ত্রি সকল ৫ ৯ যীশুকে বধ করিবার জন্যে র্তাহার বিরুদ্ধে মিথ্য সাক্ষ্য চেষ্টা করিল, কিন্তু পাইল না । অনেক২ মিথ্যাসাক্ষী ৬ • আইলেও তাহ পাইল না ; অবশেষে দুই জন মিথ্যাসাক্ষী আসিয়া বলিল, এই ব্যক্তি কহিল, আমি ঈশ্বরের মন্দির ৬১ ভগ্ন করিয়৷ তিন দিবসের মধ্যে তাহার নিৰ্ম্মাণ করিতে পারি। তখন মহাযাজক উঠিয়া যীশুকে কহিল, তুমি কিছুই ৬২ উত্তর দিব না? তোমার বিষয়ে ইহার কি সাক্ষ্য দিতেছে ? কিন্তু যীশু মৌনী হইয়। থাকিলেন । তাহাতে মহাযাজক ৬৩ কহিল, তোমাকে অমর ঈশ্বরের দিব্য দিতেছি, তুমি কি ঈশ্বরের অভিষিক্ত পুত্র ? তাহ বল। যীশু উত্তর করিলেন, ৬৪ তুমি সত্য কহিল ; আর আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, ইহার পরে মনুষ্যপুত্রকে সৰ্ব্বশক্তিমানের দক্ষিণ পাশ্বে বসিয়া থাকিতে এবং আকাশের মেঘে আৰূঢ় হইয়। আসিতে দেখিবা । তখন মহাযাজক আপন বস্ত্ৰ ছিড়িয়া ৬৫ কহিল, এ ঈশ্বরের নি দা করিল, আমাদের আর সাক্ষিতে প্রয়োজন কি ? দেখ, তোমর। এইক্ষণেই ইহার মুখে 92