পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। :్సvరి ৬৬ ঈশ্বরের নিন্দ শুনিলা । তোমাদের কি বিবেচনা হয় ? ৬৭ তাহার। উত্তর করিল, এ বধযোগ্য বটে। তাহাতে তাহার র্তাহার মুখে পুখু দিল, এবং কেহ চাপড় ও কেহ বা চড় ৬৮ মারিয়া কহিল, হে খ্ৰীষ্ট, তোমাকে কে মারিল? ইহা গণন করিয়৷ অণমাদিগকে বল । ৬৯ পিতর বাহিরে প্রাঙ্গণে বসিয়াছিল, ইতোমধ্যে এক দাসী তাহার নিকটে গিয়া কহিল, তুমিও গলীলীয় যীশুর ৭০ সঙ্গে ছিল । কিন্তু সে সকলের সাক্ষাতে অস্বীকার করিয়া ৭ ১ কহিল, তুমি যাহা বলিতেছ, তাহ আমি বুঝি না । তখন সে বহিৰ্দ্ধারের নিকটে গেলে আর এক দাসী তাহাকে দেখিয় সে স্থানের লোকদিগকে কহিল, এ ব্যক্তিও নাসর৭২ তীয় যীশুর সঙ্গে ছিল । তাহাতে সে দিব্যপূর্বক পুনৰ্ব্বার অস্বীকার করিয়া কহিল, আমি সেই মানুষকে চিনি না । ৭৩ আর কিঞ্চিৎ কাল পরে দণ্ডায়মান লোকেরা আসিয়৷ পিতরকে কহিল, তুমি অবশ্য তাহদের এক জন, তোমার ৭ ৪ উচ্চারণেতেই তাহ প্রকাশ পাইতেছে । কিন্তু সে অভিশাপ পূর্বক দিব্য করিয়া কহিতে লাগিল, আমি সে ব্যক্তিকে ৭৫ চিনি না ; তৎক্ষণাৎ কুকুড়া ডাকিল । তখন কুকুড়া ডাকের অগ্রে আমাকে তিন বার অস্বীকার করিবা, এই যে কথ। যীশু কহিয়াছিলেন, তাহ পিতরের স্মরণে হওয়াতে সে বাহিরে গিয়া মহাখেদে রোদন করিল ৷ ২৭ অধ্যায় । ১ পীলাভের হস্তে গ্রীষ্টের সমপণ ৩ ও যিহুদার অনুতাপ ও মরণ ১১ ও পীলাতের কাছে খ্রীষ্টের সাক্ষ্য ও নীরব হওন ১৫ ও লোকদের রীতি ১৯ ও পালাতের আচরণ, ২৭ ও খ্ৰীষ্টকে বধ করিতে লইয় যাওন ৩২ ও খ্ৰীষ্টকে ক্রুশে চড়াওনের বিষয় ৩৯ ও খ্ৰীষ্টকে বিদ্রুপ করণ ৪৫ ও ক্রুশের উপরে গ্রীষ্টের আন্তস্বর করণ ৫০ ও খ্রীষ্টের প্রাণত্যাগ ও অদ্ভুত লক্ষণ ৫৫ ও স্ত্রীলোকদের উপস্থিত হওন 93