পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 মথিলিখিত সুসমাচার। [২৭ অধ্যায়। ৫৭ ও গ্রীষ্টের কবরের বিষয় ৬২ ও প্রহরিগণের দ্বার কবরের রক্ষা হওন । পরে প্রভাত হইলে প্রধান যাজকের ও লোকদের প্রাচী- ১ নেরা যীশুকে বধ করিবার নিমিত্তে র্তাহার বিপক্ষে মন্ত্রণ করিয়া তাহাকে বন্ধন পূর্বক লইয়া গিয়া পষ্ঠীয় পীলাত ২ নামক অধিপতিকে সমর্পণ করিল ৷ অপর যীশুকে পরহস্তগতকারি যিহুদা তাহার প্রাণদণ্ডাজ্ঞা জানিয়া মনস্তাপ পাইয়। প্রধান যাজকগণের ও প্রাচীন লোকদিগের নিকটে সেই ত্রিশ টাকা ফিরিয়৷ দিয়। কহিল, এই নির্দোষ ব্যক্তির প্রাণ পরহস্তগত করাতে ৪ আমি পাপ করিলাম ; তখন তাহারা বলিল, তাহাতে আমাদের কি ? তুমি তাহা বুঝ অনন্তর যিহুদী মন্দিরের ৫ মধ্যে সেই টাকা ফেলিয়া প্রস্থান করিল, এবং যাইয়। আপনি আপনাকে উদ্বন্ধন করিল। পরে প্রধান যাজকের ৩ সেই মুদ্র লইয়া কহিল, এ টাকা রক্তের মূল্য, অতএব ভাণ্ডারে রাখা কৰ্ত্তব্য নয় । পরে তাহারা মন্ত্রণা করিয়া ৭ বিদেশিদের কবরস্থানের নিমিত্তে ঐ টাকা দিয়া কুম্ভকারের ক্ষেত্র ক্রয় করিল। এই জন্যে অদ্যপি সেই ৮ স্থানকে রক্তক্ষেত্র বলে । এমন হইলে “ইসায়েলের লো- ৯ “ কেরা যাহার মূল্য নিৰূপণ করিল, তাহার সেই মূল্যৰূপ “ ত্রিশ মুদ্র। আমার প্রতি পরমেশ্বরের আজ্ঞানুসারে “তাহদের নিকটহইতে নীত হইলে কুম্ভকারের ক্ষেত্র ক্রীত “ হইল,” এই যে কথ। যিরিমিয় ভবিষ্যদ্বক্ত কহিয়াছিল, ১০ তাহা তখন সিদ্ধ হইল । পরে যীশু ঐ অধিপতির সম্মুখে দাড়াইলে সে তাহকে ১১ জিজ্ঞাসা করিল, তুমি কি যিহুদীয়দের রাজা ? তখন যীশু তাহাকে কহিলেন, সত্য কহিতেছ। কিন্তু প্রধান যাজ- ১২ 94 N)