পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। S6 কেরা ও প্রাচীনের তাহার উপরে অপবাদ দিলেও তিনি ১৩ কিছুই উত্তর করিলেন না । পরে পীলাত তাহাকে কহিল, ইহার তোমার বিপক্ষে কতই সাক্ষ্য দিতেছে, তাহা তুমি ১ ৪ শুন না ? তথাপি তিনি তাহার এক কথারও উত্তর করিলেন ন। ; তাহাতে ঐ অধিপতি বড়ই আশ্চৰ্য্য জ্ঞান করিল। ১৫ আর সেই পৰ্ব্বসময়ে অধিপতির এমন এক রীতি ছিল, লোকের কোন এক বন্দিকে চাহিলে সে তাহাকেই মুক্ত ১৬ করিত । সেই সময়ে বরবর। নামে এক জন বিখ্যাত বন্দী ১৭ ছিল । তাহাতে লোকেরা একত্র হইলে পীলাত তাহাদিগকে জিজ্ঞাসা করিল, এই বরকব বন্দী ও খ্রীষ্ট বিখ্যাত যীশু, এই দুয়ের মধ্যে কাহাকে মুক্ত করিব ? তোমাদের ১৮ ইচ্ছা কি ? তাহার যে ঈর্ষ্যাভাবে তাহকে সমর্পণ করি য়াছিল, তাহ সে জানিল । ১৯ অপর বিচারাসনে বসিবার সময়ে পালাতের পত্নী তাহাকে ইহা কহিয়া পাঠাইল, সেই ধাৰ্ম্মিক মানুষের প্রতি তুমি কিছুই করিও না ; যেহেতুক তাহার বিষয়ে অদ্য ২ - আমি স্বপ্নেতে অনেক প্রকার দুঃখ পাইলাম । অনন্তর প্রধান যাজকের ও প্রাচীনের বরবাকে চাহিয়া লইতে ২১ ও যীশুকে বধ করিতে লোক সকলকে প্রবৃত্তি দিল । পরে অধিপতি তাহাদিগকে জিজ্ঞাস করিল, আমি এই দুয়ের মধ্যে কাহাকে মুক্ত করিব ? তোমাদের ইচ্ছা কি ? তাহার ২২ কহিল, বরবরাকে । তখন পীলাত জিজ্ঞাসিল, তবে যাহাকে খ্ৰীষ্ট বলে, সেই যীশুকে কি করিব ? সকলেই কহিল, সে ২৩ জুশে বিদ্ধ হউক । তাহাতে অধিপতি কহিল, কেন ? সে কি অপরাধ করিয়াছে ? কিন্তু তাহারা আরও চেচাইয়। ২৪ বলিল, সে ক্রুশে বিদ্ধ হউক । তখন আপনার কথা গ্রাহ হইল না, বরঞ্চ আরও কলহ হইল, পীলাত ইহ দেখিয়। 95