পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SJ) মথিলিখিত সুসমাচার। [২৭ অধ্যায়। লোকদের সাক্ষাতে জল লইয়া হস্ত প্রক্ষালন করিয়া কহিল, এই ধাৰ্ম্মিক ব্যক্তির রক্তপাতে আমি নির্দোষ, তোমরাই তাহা বুঝ। তখন লোক সকল উত্তর করিল, ২৫ তাহার রক্তপাতের অপরাধ আমাদের ও অামাদের সন্তানদের উপরে বর্তৃক । তাহাতে সে তাহদের নিকটে ২৬ বরব্বাকে মুক্ত করিল, এবং যীশুকে কোড়া মারিয়া ক্রুশে বিদ্ধ করিতে সমর্পণ করিল ৷ পরে অধিপতির সেনাগণ অধিপতির গৃহেতে যীশুকে ২৭ লইয়া তাহার নিকটে সেনাসমূহকে একত্র করিল। অপর ২৮ তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইয়। তাহাকে কৃষ্ণলোহিতবর্ণ বস্ত্র পরিধান করাইল । এবং কণ্টকের মুকুট নিৰ্ম্মাণ করিয়া ২৯ তাহার মস্তকে দিল ; আর তাহার দক্ষিণ হস্তে এক বেত্র দিয়া তাহার সম্মুখে হাটু পাতিয়া, হে যিহুদীয়দের রাজন, নমস্কার ; ইহা বলিয় তাহাকে বিজ্ঞাপ করিল । আর ৩০ র্তাহার গাত্রে খুখু দিল, ও বেত্ৰ লইয়া মস্তকে আঘাত করিল। এই ৰূপে র্তাহাকে বিজ্ঞাপ করিলে পর সেই বস্ত্র ৩১ খুলিয়। পুনশ্চ নিজ বস্ত্র পরিধান করাইয় তাহাকে ক্রুশে । বিদ্ধ করিতে লইয়া গেল । পরে বহির্গমন সময়ে তাহার শিমোন নামে এক জন ৩২ কুরীণীয় লোকের দেখা পাইয়। ক্রুশ বহুনার্থে তাহাকে বলেতে ধরিল । অনন্তর গুলগলতা অর্থাৎ মাথাখুলী নামক ৩৩ স্থানে উপস্থিত হইলে পর তাহারা যীশুকে পিত্তমিশ্রিত আমুরস পান করিতে দিল; কিন্তু তিনি তাহা আস্বাদন ৩৪ করিয়া পান করিতে অস্বীকার করিলেন । তখন তাহার। ৩৫ তাহাকে ক্রুশে বিদ্ধ করিয়া তাহার পরিচ্ছদ গুলিবাটদ্বার। অংশ করিয়া লইল; তাহাতে “ তাহার। আপনাদের মধ্যে “ অামার পরিধেয় বস্ত্র বিভাগ করে, এবং আমার উত্তরীয় 96