পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



মথিলিখিত সুসমাচার।

১ অধ্যায়।

১ খ্রীষ্টের পূর্ব্বপুরুষের বংশাবলি ১৮ ও জন্মের বিবরণ।

ইব্রাহীমের সন্তান দায়ুদ্, তাহার সন্তান যীশু খ্রীষ্টের পূর্ব্ববংশাবলি। ইব্রাহীমের পুত্র ইস্হাক্ ও ইস্হাকের পুত্র যাকুব্; ও যাকুবের পুত্র যিহুদা এবং তাহার ভ্রাতৃগণ। তামরের গৰ্ব্ভে ঐ যিহুদার ঔরসে পেরস্ ও সেরহ জন্মে; সেই পেরসের পুত্র হিষ্রোণ; ও হিষ্রোণের পুত্র আরাম। ও আরমের পুত্র অম্মীনাদব্‌; ও অম্মীনাদবের পুত্র নহশোন্; ও নহশোনের পুত্র সল্মোন্। রাহবের গৰ্ব্ভে সেই সল্মোনের ঔরসে বোয়সের জন্ম হয়; ও রূতের গর্ব্ভে বোয়সের ঔরসে ওবেদের জন্ম হয়; ও ওবেদের পুত্র যিশয়্। ঐ যিশয়ের পুত্র দায়ূদ্ রাজা; দায়ূদ রাজার ঔরসে মৃত ঊরিয়ের স্ত্রীতে সুলেমানের জন্ম হয়। এবং সুলেমানের পুত্র রিহবিয়াম্; ও রিহবিয়ামের পুত্র অবিয়; ও অবিয়ের পুত্র আসা। এবং আসার পুত্র যিহোশাফট্; ও যিহেশাফটের পুত্র যিহোরাম; সেই যিহোরামের সন্তান উষিয়। এবং উষিয়ের পুত্র যোথম্; ও যোথমের পুত্র আহস্; ও আহসের পুত্র হিষ্কিয়। ১০এবং হিষ্কিয়ের পুত্র মিনশি; ও মিনশির পুত্র আমোন; ও আমোনের পুত্র যোশিয়। ১১বাবিলে নীত হওনের কিঞ্চিৎ পূর্ব্বে ঐ ঘোশিয়ের সন্তান যিহোয়াখীন্ ও তাহার ভ্রাতৃগণ জন্মে। ১২এবং বাবিলে নীত হওনের পরে যিহোয়াখীনের পুত্র শল্তীয়েল্ জন্মে; ঐ শল্তিয়েলের

1