পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ও অধ্যায়।] মার্কলিখিত সুসমাচার। 為。や করে, তাহদের কেহ ত্রিশ গুণ, ও কেহ ষষ্টি গুণ, ও কেহ শত গুণ ফল উৎপন্ন করে । ২১ তখন তিনি আরও কছিলেন, দীপাধারের উপরে নয়, কিন্তু কাঠার কিম্বা খাটের নীচে রাখিবার নিমিত্তে কেহ ২২ কি প্রদীপ আনে ? অতএব প্রকাশ পাইবে না, এমন গুপ্ত কিছুই নাই ; এবং প্রচারিত হইবে না, এমন লুক্কা২৩ য়িত কিছুই নাই ! যাহার শুনিতে কর্ণ থাকে সে শুনুক ! ২ ৪ আরও তাহাদিগকে কহিলেন, তোমরা যে২ কথা শুনিতেছ, তাহার বিষয়ে সাবধান; কেননা তোমরা যে পরিণ মাণে পরিমাণ কর, সেই পরিমাণেতেই তোমাদের নিমিত্তে পরিমিত হইবে ; এবং শ্রবণকারি যে তোমরা, ২৫ তোমাদিগকে অধিক দত্ত হইবে । যাহার কাছে বাড়ে, তাহাকে আরও দত্ত হইবে ; কিন্তু যাহার কাছে বাড়ে না, তাহার যে যৎকিঞ্চিৎ আছে, তাহাও তাহার নিকটহইতে নীত হইবে । ২৬ অনন্তর তিনি কহিলেন, কোন লোক ক্ষেত্রেতে বীজ বপন করিয়া (প্রত্যহ) রাত্রিতে নিদ্রা যায় ও দিবাতে ২৭ জাগ্রৎ হয়, ইতিমধ্যে তাহার অজ্ঞাতসারে ঐ বীজ অঙ্কু ২৮ রিত হইয়া উঠে ; যেহেতুক প্রথমে পত্র, তৎপরে শিষ, তাহার পর শিযেতে পরিপূর্ণ শস্যকে ভূমি স্বয়ং উৎপন্ন ২৯ করে । কিন্তু ফল পাকিলে শস্য কাটিবার সময় জানিয়া সে তৎক্ষণাৎ শস্য কাটে ; ইহার তুল্য ঈশ্বরের রাজ্য । ৩• পুনশ্চ তিনি কহিলেন, ঈশ্বরের রাজ্য কিসের ন্যায় ? ৩১ এবং কোন বস্তুর সহিত তাহার তুলনা দিব ? সে এক সর্ষপের বীজের তুল্য ; ঐ বীজ মৃত্তিকাতে বপনের সময়ে ৩২ পৃথিবীর তাবৎ বীজহইতে ক্ষুদ্র; কিন্তু উপ্ত হইয়া অঙ্কু রিত হইলে, সকল শাকহইতে বড় হইয়া উঠে, এবং 113