পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কলিখিত সুসমাচার। [৪ অধ্যায় । 8 לל এমত তাহার বড়হ শাখা হয়, যে আকাশের পক্ষিগণ আসিয়া তাহার ছায়াতে বাস করিতে পারে । এই ৰূপে তাহাদের বোধশক্ত্যনুসারে তিনি অনেক ৩৩ দৃষ্টান্তদ্বারা তাহাদিগকে উপদেশ দিলেন ; এবং দৃষ্টান্ত ৩৪ ব্যতিরেকে তাহাদিগকে কোন কথাই কহিলেন না ; পরে তিনি নির্জনে শিষ্যদিগকে সমস্ত বৃত্তান্তের অর্থ বুঝাইলেন । অপর সেই দিনের সন্ধ্যাকালে তিনি তাহাদিগকে কহি- ৩৫ লেন, আইস, আমির ওপারে যাই । তখন তাহার লোক ৩৬ সমূহকে বিদায় করিয়া র্তাহাকে অবিলম্বে সঙ্গে লইয়। নৌকাতে প্রস্থান করিল ; এবং আর২ নৌকাও র্তাহার সঙ্গে ছিল । তাহার পর এক প্রবল ঝড় উপস্থিত হওয়াতে ৩৭ তরঙ্গের আঘাতে এক নেীক জল হইল। তখন তিনি ৩৮ নৌকার পশ্চাদভাগে বালিশে মস্তক দিয়া নিদ্রিত ছিলেন ; অতএব তাহারা তাহাকে জাগ্রৎ করিয়া কহিল, হে গুরো, আমাদের প্রাণ যায়, ইহাতে কি আপনকার চিন্ত হয় না ? তখন তিনি উঠিয়া বায়ুকে তজ্জন করিলেন, ও সমুদ্রকে ৩৯ কহিলেন, সুস্থির হও, ক্ষান্ত হও ; তাহাতে বায়ু নিবৃত্ত হইলে সমুদ্র অতিশয় নিথর হইল । তখন তিনি তাহ ৪ • দিগকে কহিলেন, তোমরা এত শঙ্কাকুল হও কেন ? তোমাদের কি বিশ্বাস নাই ? তাহাতে তাহার। অতিশয় ৪১ ভীত হইয়া পরস্পর কহিতে লাগিল, আঃ ! বায়ু এবং সমুদ্র ইহঁর আজ্ঞা মানে ; ইনি কেমন মানুষ ! ৫ অধ্যায় । ৯ অনেক ভূতগুস্ত এক ব্যক্তিকে সুস্থ করণ ২১ ও অধ্যাপকের কন্যাকে সুস্থ করিতে গমন ২৫ ও প্রদর রোগিণীকে সুস্থ করণ ৩৫ ও অধ্যাপকের কন্যাকে জীবন দান । 114