পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায়।] মার্কলিখিত সুসমাচার। ¥ ጓ ২৬ ব্যয় করিলেও সুস্থ না হইয়া আরও পীড়িত হইতে লাগিল, এমন এক স্ত্রী যীশুর সংবাদ পাইয়। মনে২ কহিল, ২৭ অামি যদি তাহার বস্ত্রমাত্র স্পর্শ করিতে পাই, তবেই ২৮ সুস্থ হইব ; অতএব সে লোকারণ্যের মধ্যে র্তাহার পশ্চাৎ ২৯ দিগে আসিয় তাহার বস্ত্ৰ স্পর্শ করিল । তাহাতে তৎক্ষণাৎ তাহার রক্তস্তে শুষ্ক হইল, আর আপনি ঐ রোগ৩০ হইতে মুক্ত হইল, ইহাও শরীরে অনুভব পাইল । তখন আপন হইতে যে শক্তি নির্গত হইয়াছে, তাহ ধীশু তৎক্ষণাৎ অন্তরে জানিয়া লোকারণ্যের প্রতি মুখ ফিরাইয়। ৩১ জিজ্ঞাসা করিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল ? তাহতে র্তাহার শিষ্যেরা কহিল, আপনকার উপরে কত লোক চাপাচাপি করিয়৷ পড়িতেছে, ইহ দেখিয়াও কে আমাকে ৩২ স্পর্শ করিল ?’ এমন কথা কেন কহিতেছেন ? কিন্তু কে এ কৰ্ম্ম করিল, তাহাকে দেখিবার জন্যে যীশু চতুদিকে ৩৩ দৃষ্টি করিলেন । তাহাতে সে স্ত্রী ভীতা ও কম্পিত হইয়। আপনার যে প্রতিকার হইয়াছে, তাহ জানিয়া আসিয়৷ তাহার সম্মুখে পড়িয়া সত্য বৃত্তান্ত সমস্ত র্তাহাকে কহিল । ৩৪ তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থা করিল, তুমি কুশলে যাও, ও আপন রোগহইতে মুক্ত থাক । ৩৫ এই কথা কহন সময়ে ভজনালয়ের অধ্যক্ষের বাটীহইতে লোক আসিয়া অধ্যক্ষকে কহিল, তোমার কন্যা মরিল, ৩৬ অতএব গুরুকে আর ব্যামোহ কেন দিতেছ ? কিন্তু যীশু সে কথা শুনিবামাত্ৰ ভজনালয়ের অধ্যক্ষকে কহিলেন, ৩৭ ভয় করিও না, কেবল বিশ্বাস কর । পরে পিতর ও যাকুব এবং তাহার ভ্রাত যোহন, এই কএক জন ব্যতিরেক আপনার পশ্চাতে আর কাহাকেও যাইতে দিলেন না । 1 17