পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। No) শ্বরের দূতের প্রত্যাদেশানুসারে আপন স্ত্রীকে গ্রহণ করিল, ২৫ কিন্তু যে পর্যন্ত সে স্ত্রী আপন প্রথমজাত পুত্র প্রসব না করিল, তাবৎ যুষ তাহাতে উপগত হইল না; পরে পুত্রের নাম যীশু রাখিল । ২ অধ্যায় । ১ জ্যোতির্বেত্তাদের তারাদ্ধার ফিরুশালমে আগমন ১৩ ও মূষফের যীশুকে ও মরিয়মকে মিসরে লইয়া যাওন ১৬ ও বৈংলেহমৃ নগরে হেরোদরাজকর্তৃক শিশুগণের বধ ১৯ ও ইস্রায়েন্ত্র দেশে গ্রীষ্টের পুনরাগমন ও নাসরৎ নগরে বাস । ১ অনন্তর হেরোদ নামক রাজার অধিকার সময়ে যিহুদা দেশের বৈৎলেহম্ নগরে যীশুর জন্ম হইলে পর, কএক জ্যোতির্বেত্ত ২ পূৰ্ব্বদিগৃহইতে যিৰূশালম্ নগরে আসিয়া কহিল, যিহুদীয়দের যে রাজা জন্মিয়াছেন, তিনি কোথায়? আমরা পূৰ্ব্বদিগে থাকিয় তাহার তারা দেখিতে পাইলাম, অতএব তাহাকে ৩ প্রণাম করিতে আইলাম। এ কথা শুনিয়া হেরোদ রাজা ৪ যিৰূশালম্ নগরস্থ সকল লোকের সহিত উদ্বিগ্ন হইয়। তাবৎ প্রধান যাজক ও অধ্যাপকগণকে ডাকাইয়। জিজ্ঞাসা করিল, ৫ খ্ৰীষ্ট কোথায় জমিবেন? তাহাতে তাহার কহিল, বিহুদী দেশের বৈৎলেহম নগরেতে, কেনন। ভবিষ্যদ্বক্তাদ্বারা এই ৬ মত লিখিত আছে, “ হে যিহুদ দেশস্থ বৈৎলেহম্ তুমি “ যিহুদা দেশের সকল রাজধানীর মধ্যে ক্ষুদ্র নও, যে “ হেতুক আমার ইস্রায়েল লোকদের প্রতিপালন করবেন, “ এমন এক রাজা তোমার মধ্যহইতে উৎপন্ন হইবেন । ৭ তখন হেরোদ রাজা সেই জ্যোতির্বেত্ত্বগণকে গোপনে ডাকিয়া, সেই তারা কোন সময়ে দেখা গিয়াছিল, তাহ। ৮ বিশেষ ৰূপে জিজ্ঞাসা করিল। অণর তাহাদিগকে বৈৎলেহম নগরে প্রেরণ করিবার সময়ে কহিল, তোমরা যাইয়া যত্ন পূর্বক সে শিশুর অন্বেষণ কর; উদেশ পাইলে আমাকে 3