পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ] মার্কলিখিত সুসমাচার। '_' ২৪ তাহাতে সে বাহিরে গিয়া আপন মাতাকে জিজ্ঞাসা করিল, আমি কি যাজ্ঞা করিব ? তাহাতে সে কহিয়া দিল, যোহন্‌ ২৫ বাপ্তাইজকের মস্তক। পরে সে ত্বরায় রাজার নিকটে আসিয়। যাজ্ঞা করিয়া কহিল, এই ক্ষণে যোহন বাপ্তাইজকের মস্তক ২৬ এক খান থালাতে করিয়া অামাকে দিউন । তাহাতে রাজ অতি দুঃখিত হইল, তথাপি আপন দিব্যের এবং ভোজনেপবিষ্ট সঙ্গিদের অনুরোধে তাহ অস্বীকার করিতে অনিচ্ছুক ২৭ হইয়। তৎক্ষণাৎ ঘাতককে পাঠাইয় যোহনের মস্তক ২৮ অগনিতে অণজ্ঞা দিল ; তাহাতে সে কারাগারে গিয়া ত|হার মস্তক ছেদন করিয়া ঐ মন্তক থালাতে করিয়া আনিয়া সেই কন্যাকে দিলে পর কন্য। আপন মাতাকে ২৯ দিল । পরে যোহনের শিষ্যগণ এই সংবাদ পাইয়। অ সিয়া তাহার শব লইয়। কবর দিল । ৩০ তদনন্তর প্রেরিতের যীশুর নিকটে একত্র হইয়। যাহ২ করিয়াছিল ও শিখাইয়াছিল, সে সকলের সংবাদ তাহাকে ৩১ দিলে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা গোপনে এক নির্জন স্থানে যাইয়। কিছু কাল বিশ্রাম কর ; যেহেতুক র্তাহার নিকট এত লোকের গতায়াত ছিল, যে তাহার। ৩২ ভোজন করিবার অবকাশ পাইত না । পরে তাহার। ৩৩ নৌকাযোগে নিৰ্জ্জন স্থানে গোপনে গমন করিল । তাছাতে লোকসমূহ তাহাদিগের স্থানান্তরে প্রস্থান দেখিল, এবং অনেকে র্তাহার পরিচয় পাইয়া যাবদীয় নগরহইতে পদব্রজে দেড়িয়া তাহদের অগ্ৰে গিয়। তাহার নিকটে ৩৪ উপস্থিত হইল । তখন ধীশু নৌকাহইতে বহির্গত হইয়। বড় লোকারণ্য দেখিয় তাহদের প্রতি করুণাবিষ্ট হইলেন, যেহেতুক তাহারা অপালক মেঘের ন্যায় ছিল ; 121