পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] মাকলিখিত সুসমাচার। ১২৫ “পিতা মাতাকে সন্তুম কর,” আর “যে কেহ আপন পিত। ১১ “ মাতার নিন্দ করে, সে নিতান্তই মরিবে ।” কিন্তু তোমর বলিয়। থাক, পুত্র আপন পিতা কি মাতাকে এই কথা কহুক, তুমি আমাহইতে যাহা পাইতা, তাহ কর্বান ১২ অর্থাৎ নিবেদিত হইল ; তহে। করিলে তোমরা তাহাকে ১৩ পিতামাতার উপকার আর করিতে দেও না । এই ৰূপে তোমরা আপনাদের প্রচারিত পরম্পরাগত ব্যবহারেতে ঈশ্বরের আজ্ঞ লোপ করিতেছ ; অার এমন অনেক২ কৰ্ম্ম করিয়া থাক । - ১ ৪ তদনন্তর তিনি লোক সকলকে ডাকিয়া কহিলেন, তোমরা ১৫ প্রত্যেক জন আমার কথা শুনিয়া বুঝ । বাহিরহইতে অন্তরে প্রবিষ্ট হইয়। মনুষ্যকে অপবিত্র করিতে পারে, এমন কোন বস্তুই নাই ; বরঞ্চ অন্তরহইতে নির্গত যে ১৬ বিষয়, সে মনুষ্যকে অপবিত্র করে । যাহার শুনিতে কর্ণ ১৭ থাকে, সে শুনুক । পরে তিনি লোকদিগকে ছাড়িয়া গৃহমধ্যে প্রবেশ করিলে শিষ্যেরা ঐ দৃষ্টান্ত কথার ভাব ১৮ জিজ্ঞাসা করিল । তাহাতে তিনি কহিলেন, তোমরাও কি এমন অবোধ ? কোন দ্রব্য বাহিরহইতে মনুষ্যের অন্তরে প্রবিষ্ট হইয়া মনুষ্যকে অপবিত্র করিতে পারে না, এই ১৯ কথা কি বুঝ না ? সে তাহার অন্তঃকরণে প্রবেশ করে না, কিন্তু উদর মধ্যে প্রবিষ্ট হইয়। শেষে তাবৎ ভুক্ত দ্রব্য ২ • গ্রহণকারি বহির্দেশে নির্গত হয় । আরও কহিলেন, মনুষ্যহইতে যাহা নির্গত হয়, তাহাই মনুষ্যকে অপবিত্র করে । ২১ কেননা অন্তরহইতে অর্থাৎ মনুষ্যদের মনহইতে কুচিস্তা, ২২ পরদার, বেশ্যাগমন, নরহত্য, চৌৰ্য, লোভ, দুষ্টতা, প্রবঞ্চনা, কামুকতা, কুদৃষ্টি, ঈশ্বরের নিন্দা, অহঙ্কার, তমঃ 125