পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ মার্কলিখিত সুসমাচার। [৭ অধ্যায় । ইত্যাদি নির্গত হয় । এই সকল মন্দ বিষয় অন্তরহইতে ২৩ নির্গত হইয়া মনুষ্যকে অপবিত্র করে । অনন্তর তিনি উঠিয়া সে স্থানহইতে সোর ও সীদোন ২৪ নগরের প্রদেশে গমন করিলেন, ও সেই স্থানে কোন বাটীতে প্রবেশ করিয়া সকলের অজ্ঞাত হইয়া থাকিতে মনস্থ করিলেন, কিন্তু গোপনে থাকিতে পারিলেন না । কারণ সুর- ২৫ ফৈনীকী দেশীয় যুনানী বংশোদ্ভব এক স্ত্রীর একটি অশুচি ভূতগ্রস্ত ক্ষুদ্র বালিকা ছিল। সে স্ত্রী তাহার সমাচার পাইয়। ২৬ তাহার নিকটে আসিয়া চরণে পড়িয়। আপন বালিকাহইতে ভূতকে ছাড়াইতে র্তাহাকে বিনতি করিল। কিন্তু যীশু তা- ২৭ হাকে কহিলেন, প্রথমে বালকের তৃপ্ত হউক, কেননা বালকদের খাদ্য লইয়া কুকুরদের কাছে নিক্ষেপ করা উচিত নয়। তখন সে স্ত্রী র্তাহাকে কহিল, হে প্রভো, সে সত্য বটে, ২৮ তথাচ মেজের নীচস্থ কুক্করের বালকদের উদ্ধৃত্ত রুট খায় । তাহাতে তিনি কছিলেন, এই কথাপ্রযুক্ত কুশলে যাও, তো- ২৯ মার কন্যাহইতে ভূত ছাড়িয়া গিয়াছে। পরে সে স্ত্রী নিজ ৩৭ গৃহে গেলে ভূত ছাড়িয় যাওয়াতে কন্যা শয্যাতে শয়ন করিয়া আছে, ইহা দেখিল । পুনশ্চ তিনি সোর ও সীদোন নগরের প্রদেশহইতে ৩১ প্রস্থান করিয়া দিকপলি দেশের প্রান্তভাগ দিয়া গালীল সাগরের নিকটে আগমন করিলেন । তখন লোকের এক ৩২ বধির ও তোৎল। মনুষ্যকে তাহার নিকটে আনিয় তাহার গাত্রে হস্তার্পণ করিতে বিনতি করিল। তাহাতে যীশু লে- ৩৩ কারণ্যহইতে তাহাকে নিজনে আনিয়া তাহার দই কর্ণে আপন অঙ্গুলী দিলেন, ও খুধু দিয়া তাহার জিহ্ব স্পর্শ করিলেন । পরে স্বগের প্রতি দৃষ্টি করিয়া দীর্ঘ নিশ্বাস ৩৪ ছাড়িয় তাহাকে কহিলেন, ইন্‌ফতই, অর্থাৎ খুলিয়। যাউক । 126