পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার। _సి ১৮ না ? কৰ্ণ থাকিতে কি শুন না ? অার স্মরণও কর না ? ১৯ আমি যখন পাচ রুট পাঁচ সহস্র পুরুষের মধ্যে ভাঙ্গিয় দিলাম, তখন তোমর। উদ্ধৃত্ত কত ডালী উঠাইয়। লইল ? ২• তাহার কহিল, বারে। ডালী । আর যখন চারি সহস্র পুরুষের মধ্যে সাত খান রুট ভাঙ্গিয় দিলাম, তখন তোমরা উদ্ধৃত্ত কত ডালী উঠাইয়া লইলা ? তাহার কহিল, সাত ২ ১ ডালী । তখন তিনি কহিলেন, তবে তোমরা এখনও বুঝিতে পার না কেন ? ২২ অনন্তর তিনি বৈৎসৈদ নগরে উপস্থিত হইলে পর লোকেরা এক অন্ধ মনুষ্যকে তাহার নিকটে আনিয়া তাহাকে ২৩ স্পেশ করিতে র্তাহার কাছে প্রার্থনা করিল । তখন তিনি সেই অন্ধের হস্ত গ্রহণ করিয়া নগরের বাহিরে লইয়৷ গেলেন ; পরে তাহার চক্ষুতে থুথু দিয়া ও গাত্রে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসিলেন, কিছু দেখিতে পাইতেছ? ২৪ তখন সে চক্ষু মেলিয়া কহিল, বৃক্ষের ন্যায় মনুষ্যদিগকে ২৫ হাটিতে দেখিতেছি । তাহাতে যীশু তাছার চক্ষুর উপরে আর বার হস্ত দিয় তাহাকে চক্ষুর উন্মীলন করাইলেন ; তাহাতে সে সুস্থ হইয়া স্পষ্টৰূপে সকল লোককে দেখিতে ২৬ পাইল । পরে তুমি গ্রামে যাইও না ও গ্রামস্থ কাহাকে কিছু বলিও না, এই কথা কহিয়া যীশু তাহাকে নিজ গৃহে বিদায় করিলেন । ২৭ পরে যীশু আপন শিষ্যগণের সহিত বাহিরে গিয়া কৈসরিয়া ফিলিপীর নিকটস্থ নগরে গমন করিলেন, এবং পথে যাইতেই শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এ ২৮ বিষয়ে লোকেরা কি বলে ? তাহার। কহিল, প্রায় সকলে । বলে, তুমি যোহন্‌ বাপ্তাইজক ; কিন্তু কেহ২ বলে, তুমি এলিয় ; আর কেহ২ বলে তুমি ভবিষ্যদ্বক্তৃগণের মধ্যে 129