পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○N○の মাকলিখিত সুসমাচার। [৮ অধ্যায় । এক জন । পরে তিনি তাহাদিগকে জিজ্ঞাসিলেন কিন্তু ২৯ আমি কে, এ বিষয়ে তোমরা কি বল ? তাহাতে পিতর উত্তর করিল, তুমি অভিষিক্ত ত্ৰাতা । তখন তিনি দৃঢ় ৩৭ আজ্ঞাতে তাহাদিগকে কহিলেন, তোমরা অামার বিষয়ে এই কথা কাহাকেও কহিও না । অপর মনুষ্যপুত্রকে অনেক২ যন্ত্রণ ভোগ করিতে হইবে, ৩১ এবং প্রাচীন লোক ও প্রধান যাজক ও অধ্যাপকগণ কর্তৃক অবজ্ঞাত হইয়। হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উত্থান করিতে হইবে, যীশু শিষ্যদিগকে এই কথ। ৩২ জানাইতে আরম্ভ করিয়া স্পষ্টৰূপে তাহ কহিতে লাগিলেন । তাহাতে পিতর তাহার হস্ত ধরিয়া তাহাকে অনুযোগ করিতে লাগিল । কিন্তু তিনি মুখ ফিরাইয়া শিষ্য- ৩৩ গণের প্রতি দৃষ্টি করিয়া পিতরকে অনুযোগ করিয়া কহিলেন, হে বিঘকারি, আমার সম্মুখহইতে দূর হও ; যাহা ঈশ্বরের তাহাতে নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাতে তোমার রুচি আছে । পরে তিনি লোকদিগকে ও শিষ্যদিগকে ডাকিয়া কহি– ৩৪ লেন, যে কেহ আমার পশ্চাদগামী হইতে বাঞ্ছা করে, সে আপনাকে দমন করুক ; এবং আপন ক্রুশ তুলিয়া লইয়। আমার পশ্চাৎ আইসুক । কেনন যে কেহ আপন প্রাণ ৩৫ রক্ষা করিতে চেষ্টা করে, সে তাহা হারাইবে ; কিন্তু যে কেহ আমার এবং সুসমাচারের কারণ প্রাণ হারায়, সে তাহ রক্ষা করিবে । আর মনুষ্য যদি সমুদয় জগৎ প্রাপ্ত ৩৬ হইয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ ? কিম্বা ৩৭ মনুষ্য আপন প্রাণের পরিবর্ভে ব৷ কি দিতে পারে ? এই ৩৮ বৰ্ত্তমান কালের ব্যভিচারি ও পাপি লোকের সাক্ষাতে যদি কেহ আমাকে কিম্বা আমার কথাকে লজ স্পদ জ্ঞান করে, 1:50