পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার । ל9ל তবে মনুষ্যপুত্র যখন পবিত্র দূতগণের সহিত পিতার প্রভাবে আসিবেন, তখন তিনিও সেই ব্যক্তিকে লজ্জাম্পদ জ্ঞান করিবেন । ৩৯ পরে তিনি কছিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, ঈশ্বরের রাজত্বকে পরাক্রমে উপস্থিত না দেখিলে মৃত্যুর আস্বাদ পাইবে না, এই স্থানে দণ্ডায়মান ব্যক্তিদের মধ্যেও এমন কএক লোক অাছে ৷ ৯ অধ্যায় । ১ খ্রীষ্টের অন্য মূৰ্ত্তি ধারণ ও এলিয়ের নির্ণয় ১৪ এবং এক গুঙ্গা ও বধির ভূতগুস্তকে সুস্থ করণ ৩১ এবং আপন মৃত্যু ও কবরহইতে উত্থানের কথা ৩৩ ও শ্রেষ্ঠতার নির্ণয় ৩৮ ও খুঁষ্টের নানা উপদেশের কথা । ১ অনন্তর ছয় দিনের পরে যীশু পিতরকে ও যাকুকে ও ২ যোহনকে সঙ্গে লইয়া এক উচ্চ পৰ্ব্বতের নির্জন স্থানে আনিয়া তাহদের সাক্ষাতে অন্য মূৰ্ত্তি ধারণ করিলেন । ৩ তাহাতে র্তাহার পরিচ্ছদ এমনি উজ্জ্বল হিম সদৃশ শুভ্রবর্ণ হইল, যে জগতের মধ্যে কোন রাজক তাদৃশ শুভ্রবর্ণ করিতে ৪ পারে না । এবং এলিয় ও মূসা তাহদের নিকটে দর্শন দিয়৷ ৫ যীশুর সহিত কথোপকথন করিতে লাগিল । তখন পিতরু যীশুকে কহিল, হে গুরো, আমাদের এ স্থানে থাকা ভাল ; অতএব আমরা আপনকার জন্যে এক, ও মূসার জন্যে এক, এবং এলিয়ের জন্যে এক, এই তিনটা কুটার নিৰ্ম্মাণ করি । ৬ কিন্তু সে কি কছিল, তাহ। আপনি বুঝিল না, কেননা সক৭ লেই ভীত হইল । ইতোমধ্যে একটা মেঘ তাহাদিগকে ছায়া করিল ; এবং সেই মেঘহইতে এই আকাশবাণী হইল, “এই আমার প্রিয় পুত্র, ইহার কথায় মনোযোগ ৮ কর । পরে হঠাৎ তাহারা চতুর্দিগে দৃষ্টি করিয়া যীশু ব্যতিরেকে আপনাদের সহিত আর কাহাকেও দেখিতে 13|