পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার। >N)● ৩৯ পশ্চাদ্বত্তী না হওয়াতে তাহাকে নিষেধ করিলাম । কিন্তু যীশু কহিলেন, তাহাকে নিষেধ করিও না, কারণ যে ব্যক্তি আমার নামেতে আশ্চৰ্য্য কৰ্ম্ম করে, সে হঠাৎ আমাকে ৪ ০ নিন্দ করিতে পারে না । আর যে কেহ আমাদের বি৪ ১ পক্ষ নহে, সে অামাদের সপক্ষ হয় । আর যে কেহ তোমাদিগকে খ্রীষ্টের শিষ্য জানিয়া আমার নামেতে এক বাট জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, সে কোন প্রকারে আপন ফলে বঞ্চিত হইবে ৪২ না । কিন্তু কেহ যদি আমাতে বিশ্বাসকারি এই ক্ষুদ্র প্রাণিদের মধ্যে এক জনেরও বিঘ্ন জন্মায়, তবে গলদেশে যাতাবদ্ধ হইয়া সমুদ্রেতে নিক্ষিপ্ত হওয়া বরঞ্চ তাহার ৪৩ ভাল । অতএব তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, ৪৪ তবে তাহ ছেদন কর ; কেননা দুই হন্ত বিশিষ্ট হইয়। যে স্থানে কীট মরে না এবং অগ্নিও নির্বাণ হয় না, এমন নরকে ও অনিৰ্ব্বাণ অগ্নিতে নিক্ষিপ্ত হওন অপেক্ষ বরঞ্চ নুল হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভাল । ৪৫ এবং তোমার চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে ৪৬ তাহ ছেদন কর; যেহেতুক দুই চরণ বিশিষ্ট হইয়া যে স্থানে কীট মরে না এবং অগ্নিও নির্বাণ হয় না, এমন নরকে ও অনিৰ্ব্বাণ অগ্নিতে নিক্ষিপ্ত হওন অপেক্ষ। বরঞ্চ ৪৭ খঞ্জ হইয়। জীবনে প্রবেশ করা তোমার ভাল । আর তোমার চক্ষু যদি তোমার বিঘু জন্মায়, তবে তাহ উৎ৪৮ পাটন কর; যেহেতুক দুই চক্ষুবিশিষ্ট হইয় যে স্থানে কীট মরে না এবং অগ্নিও নির্বাণ হয় না, এমন নরকাগ্নিতে নিক্ষিপ্ত হওন অপেক্ষ বরঞ্চ একচক্ষু হইয়। ৪৯ ঈশ্বররাজ্যে প্রবেশ করা তোমার ভাল । যেমন লবণেতে প্রত্যেক বলি লবণাক্ত করা যায়, তেমনই প্রত্যেক জন 135