পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ぐ。 মার্কলিখিত সুসমাচার। [১০ অধ্যায় । কেই অগ্নিৰূপ লবণেতে লবণাক্ত করা যাইবে । লবণ ৫ ৰ ভাল, কিন্তু লবণেতে যদি স্বাদ না থাকে, তবে কি প্রকারে আস্বাদযুক্ত করিব ? তোমরা লবণযুক্ত হও, এবং পরস্পর প্রণয় রাখ । ১ ও অধ্যায় । ১ স্ত্রীত্যাগের বিষয় ১৩ ও শিশুগণকে গ্রাহ্য করণ ১৭ ও ধনি যুব লোককে উপদেশ দেওন ২৮ ও শিষ্যদিগের পুরস্কারের নির্ণয় ৩২ ও গ্রীষ্টের মৃত্যুর ভবিষ্যদ্বাক্য ৩৫ ও যাকুব ও যোহনের প্রার্থনা আমগুহিত করণ ৪২ ও অন্ধ লোককে চক্ষু দেওন । অনন্তর তিনি সে স্থানহইতে প্রস্থান করিয়া যদনের ১ ওপার দিয়া যিহুদী প্রদেশে উপস্থিত হইলেন; তাহাতে তাহার নিকটে পুনৰ্ব্বার লোকদের সমাগম হইলে পর তিনি নিজ ব্যবহারানুসারে পুনশ্চ তাহাদিগকে উপদেশ দিলেন । তখন ফিন্ধশিরা তাহার নিকটে আসিয়া পরী- ২ ক্ষার উদ্দেশে তাহাকে জিজ্ঞাসা করিল, পুরুষ কি আপন স্ত্রীকে পরিত্যাগ করিতে পারে ? তাহাতে তিনি ৩ উত্তর করিলেন, এ বিষয়ে মুস তোমাদিগকে কি আজ্ঞ দিয়াছে ? তাহারা কহিল, ত্যাগপত্র লিখিয়া আপন২ ৪ স্ত্রীকে পরিত্যাগ করিতে পারি, মূসা এমন অনুমতি দিয়াছে । তখন যীশু প্রত্যুত্তর করিলেন, তোমাদের অন্তঃ- ৫ করণের কাঠিন্য প্রযুক্ত মূসা এমন বিধি লিখিয়াছে ; কিন্তু সৃষ্টির আদিসময়ে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া মনু- ৬ ষ্যদিগকে সৃষ্টি করিলেন : “এই প্রযুক্ত মনুষ্য আপন * পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত “হইবে, এবং সে দুই জন একাঙ্গ হইবে "অতএব তা- ৮ হার। আর দই নহে, একাঙ্গ আছে । আর ঈশ্বর যাহার ৯ যোগ করিয়া দিলেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক । 136 영