পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার »vmዓ ১ • পরে শিষ্যেরা গৃহেতে পুনৰ্ব্বার সেই বিষয়ের কথা তা১১ হাকে জিজ্ঞাসা করিল । তাহাতে তিনি কহিলেন, কেহ যদি আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যাকে বিবাহ ১২ করে, তবে সে তাহার সহিত ব্যভিচার করে ; এবং কোন স্ত্রী যদি আপন স্বামিকে পরিত্যাগ করিয়া অন্য পুরুষের সহিত বিবাহিত হয়, তবে সেও ব্যভিচারিণী হয় । ১৩ পরে যীশু যেন শিশুগণের গাত্র স্পর্শ করেন, এই জন্যে লোকের শিশুদিগকে র্তাহার নিকটে আনিল ; কিন্তু শিষ্যেরা তাহদের আনয়নকারিদিগকে অনুযোগ করিল। ১৪ যীশু তাহ দেখিয়া ক্রুদ্ধ হইয়া কহিলেন, শিশুদিগকে অামার নিকটে আসিতে দেও, তাহাদিগকে বারণ করিও না ; কেননা এই মত ব্যক্তিরা ঈশ্বরের রাজ্যের অধি১৫ কারী । আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, যে ব্যক্তি শিশুবৎ হইয়। ঈশ্বরের রাজ্য গ্রাহ না করে, সে কোন ১৬ প্রকারে তাহতে প্রবেশ করিতে পারিবে না । পরে তিনি শিশুদিগকে ক্রোড়ে করিয়া তাহদের গাত্রে হস্তাপণ করিয়া অণশীৰ্ব্বাদ করিলেন । ১৭ অনন্তর তিনি পথ দিয়া যান, এমন সময়ে এক জন দৌড়িয়া আসিয়া তাহার সম্মুখে হাটু পাতিয়া জিজ্ঞাসা করিল, হে পরম গুরো, অনন্ত পরমায়ু প্রাপ্তির নিমিত্তে ১৮ আমার কি করা কৰ্ত্তব্য ? তাহাতে যীশু কহিলেন, আমাকে পরম করিয়া কেন বল ? ঈশ্বর ব্যতিরেকে কেহই ১৯ পরম হয় না। “পরদার করিও না, ও নরহত্যা করিও “ না, ও চুরি করিও না, ও মিথ্যাসাক্ষ্য দিও না, এবং “হিংসা করিও না, ও পিতা মাতাকে সন্ত্রম কর " এই২ ২ ° আজ্ঞা তুমি জ্ঞাত আছ । তাহাতে সে উত্তর করিল, হে গুরো, বালককালাবধি এই সকল পালন করিয়া আসি 137