পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

か○レ মার্কলিখিত সুসমাচার। [১০ অধ্যায়। তেছি । তখন যীশু তাহার প্রতি দৃষ্টি করিয়া স্নেহ ক- ২১ রিয়া কছিলেন, এক বিষয়ে তোমার তুটি আছে, তুমি গিয়া আপন সৰ্ব্বস্ব বিক্রয় করিয়া দরিদ্রদিগকে বিতরণ কর, তাহাতে স্বগেতে ধন পাইবা ; পরে আসিয়া ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাদগামী হও । এ কথা শুনিয়া ২২ সে বিষন্ন ও দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল । পরে যীশু চতুর্দিগে দৃষ্টি করিয়া ২৩ শিষ্যদিগকে কহিলেন, ধনি লোকদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর । তাহার এই কথাতে শিষ্যের ২৪ চমৎকৃত হইল ; কিন্তু যীশু পুনশ্চ কহিলেন, হে বালকেরা, যাহার। ধনে নির্ভর করিয়া থাকে, তাহদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুঃসাধ্য ! ঈশ্বরের র- ২৫ জ্যে ধনি লোকের প্রবেশ করণ অপেক্ষ বরং সূচির ছিদ্র দিয়া উষ্ট্রের গমনাগমন করা সহজ । তখন শিষ্যেরা ২৬ অত্যন্ত বিস্মিত হইয়া পরস্পর বলিল, তবে কাহার পরিত্ৰাণ হইতে পারে ? তাহাতে যীশু তাহদের প্রতি অব- ২৭ লোকন করিয়া কহিলেন, তাহ মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, যেহেতুক ঈশ্বরের সকলি সাধ্য ৷ তখন পিতর উত্তর করিল, দেখ, আমরা সমস্তই পরি- ২৮ ত্যাগ করিয়া তোমার পশ্চাদগামী হইলাম । তাহাতে ২৯ যীশু প্রত্যুত্তর করিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, আমার ও সুসমাচারের নিমিত্তে যে জন গৃহ কি ভ্রাতৃগণ কি ভগনীগণ কি পিতা কি মাতা কি স্ত্রী কি সন্তানগণ কি ভূমি পরিত্যাগ করিয়া তাড়না থাকিলেও ৩• ইহকালে গৃহ ও ভ্রাতা ও ভগনী ও মাতা ও সন্তান ও ভূমির শতগুণ, এবং পরকালে অনন্ত পরমায়ু না পায়, 138