পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। 6. “ শব্দ শুনা যায় ; ও রাহেল স্ত্রী আপন বালকদের নিমিত্তে * রোদন করিতেই প্রবোধ কথা মানে না, কেননা তাহারা ১৮ “ নাই ;” এই যে কথা যিরিমিয় নামক ভবিষ্যদ্বক্তাদ্বারা উক্ত ছিল, তাহ। তখন সফল হইল । ১৯ তদনন্তর হেরোদ রাজার মৃত্যু হইলে পর পরমেশ্বরের দূত ২০ মিসরদেশে যুষফকে স্বপ্নযোগে দর্শন দিয়া কহিল, তুমি উঠিয়া শিশুকে ও র্তাহার মাতাকে লইয়া পুনর্বার ইসায়েল দেশে যাও ; যাহারা শিশুকে বিনষ্ট করিতে অনুসন্ধান ২১ করিয়াছিল, তাহারা মরিয়াছে । তখন সে উঠিয়৷ শিশু ও ২২ তাহার মাতাকে লইয়া ইস্রায়েল্ দেশে আইল। কিন্তু যিহুদা দেশে অখিলায় নামে রাজকুমার আপন পিতা হেরোদের পদে রাজত্ব করিতেছে, ইহা শুনিয়া সে স্থানে যাইতে শঙ্ক করিল ; পরে স্বপ্নযোগে ঈশ্বরহইতে প্রবোধ পাইয়৷ গালীল প্রদেশে প্রস্থান পূর্বক নসরৎ নামে এক নগরে গিয়৷ ২৩ বসতি করিল ; তাহীতে “/তিনি নাসরতীয় বিখ্যাত হই“ বেন, এই যে কথা ভবিষ্যদ্বক্তৃগণদ্বারা উক্ত ছিল, তাহ সফল হইল । o ৩ অধ্যায় । ১ যোহনের বিবরণ ৭ ও তাহার বাপ্তিসুমের প্রচার ১৩ ও গ্রীষ্টের বাপ্তিস্ম । ১ সেই সময়ে যোহন নামে বাপ্তাইজক যিহুদা দেশের ২ প্রান্তরে উপস্থিত হইয়া প্রচার করিয়া কহিল, মন ফিরাও, ৩ স্বর্গের রাজত্ব সন্নিকট হইল । “প্রান্তরে এই বাক্যবাদি এক “ জনের রব অাছে, পরমেশ্বরের পথ প্রস্তুত কর, ও তাহার “ রাজপথ সমান কর,” এই কথা যিশয়িয় ভবিষ্যদ্বক্তাদ্বারা ৪ ঐ যোহনের বিষয়ে কথিত ছিল । যোহনের বস্ত্র উষ্ট্রের লোমজাত, ও তাহার কটিদেশে চৰ্ম্মপটুকা, এবং তাহার ৫ খাদ্য পঙ্গপাল ও বনমধু । তখন যিৰূশালম্ নগর নিবা5