পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ş80 মার্কলিখিত সুসমাচার । [১৯ অধ্যায় । এবং আমি যে প্রকার বাপ্তিস্মেতে বাপ্তাইজিত হইব, তাহাতে তোমরাও বাপ্তাইজিত হইবা ; কিন্তু যাহাদের নিমিত্তে আমার দক্ষিণ পাশ্বে ও বাম পাশ্বে আসন প্রস্তুত করা গিয়াছে, তাহদের ব্যতিরেকে আর কাহাকেও তাহাতে বসাইতে আমার অধিকার নাই । এই কথা শুনিয়া অন্য দশ শিষ্য যাকুব ও যোহনের প্রতি ক্রুদ্ধ হইল। কিন্তু যীশু তাহাদিগকে আপনার নিকটে ডাকিয়া কছিলেন, যাহারা অন্যদেশীয়দের ভূপতিপদ প্রাপ্ত হয়, তাহারা তাহাদের উপরে প্রভুত্ব করে, এবং যাহারা প্রধান মানুষ, তাহারা তাহদের উপরে কর্তৃত্ব করে, ইহা তোমরা জান । কিন্তু তোমাদের মধ্যে তদ্রুপ হইবে না ; তোমাদের মধ্যে যে কেছ প্রধান হইতে চাহে, সে তোমাদের সেবক হইবে ; এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ হইতে ইচ্ছা করে, সে সকলের দাস হইবে। কেননা মনুষ্যপুত্র সেবা পাইতে নয়, কিন্তু সেবা করিতে এবং অনেকের পরিত্রাণের মূল্যৰূপ আপন প্রাণ দিতে অগসিয়াছেন । পরে তাহারা যিরীহে নগরে উপস্থিত হইলে পর তথাহইতে যখন শিষ্যগণের ও লোকসমূহের সহিত যীশু গমন করেন, এমন সময়ে তীময়ের পুত্র বর্তীময় নামে এক জন অন্ধ ঐ পথের পাশ্বে বসিয়া ভিক্ষা করিতেছিল । সে নাসরতীয় যীশুর আগমন সংবাদ পাইয়া উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হে যীশু দায়ুদের সন্তান, আমার প্রতি দয়া করুন। তাহাতে অনেক লোক চুপ্ৰহ বলিয়া তাহাকে ধমক দিল ; কিন্তু সে আরও অধিক চেচাইয়া বলিল, হে দায়ুদের সন্তান, আমার প্রতি দয়া করুন । তখন র্যীশু স্থগিত হইয় তাহাকে ডাকিয়৷ 140 8 o 8 8 R. 8Nじ 8 8 8 (t 8 V, 8 8 b~ 8 No