পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○。 মাকলিখিত সুসমাচার। [১১ অধ্যায় । লোকদের মধ্যে কেহই কহিল, গর্দভশবককে কেন খুলিতেছ? তখন যীশুর আজ্ঞানুসারে উত্তর করিলে পর ৬ তৎক্ষণাৎ তাহারা লইতে দিল । পরে তাহারা সেই গর্দ- ৭ ভশাবককে যীশুর নিকটে আনিয় তাহার পৃষ্ঠে আপনদের বস্ত্র পাতিল ; তাহাতে তিনি তাহার উপরে বসিলেন । এবং অনেকে আপনাদের বস্ত্র পথে পাতিয়া দি- ৮ ল, ও অন্যেরা বৃক্ষের শাখা কাটিয়া পথে ছড়াইল । আর অগ্রপশ্চাদগামি সকল লোক উচ্চৈঃস্বরে কহিতে ৯ লাগিল, জয়২, যিনি পরমেশ্বরের নামেতে আসিতেছেন তিনি ধন্য । আর আমাদের পূর্বপুরুষ দায়ুদের যে রা- ১৭ জত্ব পরমেশ্বরের নামেতে উপস্থিত হইতেছে সেও ধন্য, সৰ্ব্বোপরিস্থ স্বগেতে জয়ধুনি হউক। এই ৰূপে যীশু যিৰূ- ১১ শালমে ও মন্দিরে প্রবেশ করিয়া চতুর্দিকস্থ সকল বস্তুর উপরে দৃষ্টি করিলেন ; পরে সায়ংকাল উপস্থিত হইলে দ্বাদশ শিষ্যকে সঙ্গে লইয়া বৈথনিয়াতে গমন করিলেন । অনন্তর পরদিবসে বৈথনিয়াহইতে আগমন সময়ে ক্ষু- ১২ ধাৰ্ত্ত হওয়াতে তিনি দুরেতে সপত্র ডুমুর বৃক্ষ দেখিয়া ১৩ তাহাহইতে যদি কিছু ফল পাওয়া যায়, এই আশাতে তাহার নিকটে গেলেন; তখন ফল পাড়নের সময় আগত হয় নাই ; তাহাতে উপস্থিত হইয়া পত্র ব্যতিরেক কিছুমাত্র পাইলেন না । তখন যীশু তাহাকে এই কথা ক- ১৪ ছিলেন, আদ্যাবধি আর কখনো কোন মনুষ্য তোমার ফল ভোজন না করুক ; এ কথা তাহার শিষ্যেরাও শুনিল । পরে তাহার। ষিৰশালমে আইলে যীশু মন্দিরের মধ্যে ১৫ গিয়া তথাকার বণিকদের মুদ্রার আসন ও কপোত ব্যপারিদের আসন উলটাইয়া ফেলিয়া সকল ক্রয়বিক্রয় 142