পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 33 মার্কলিখিত সুসমাচার। [১১ অধ্যায় । কিন্তু তোমরা যদি ক্ষমা না কর, তবে তোমাদের স্বর্গ ২৬ স্থ পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না । অনন্তর তাহারা যিৰূশালমে পুনৰ্ব্বার উপস্থিত হইলে ২৭ যে সময়ে তিনি মন্দিরের মধ্যে গমনাগমন করিতেছেন, এমন সময়ে প্রধান যাজকের ও অধ্যাপকেরা এবং প্রাচীন লোকের। র্তাহার নিকটে আসিয়া এ কথা জিজ্ঞাস। ২৮ করিল, তুমি কি ক্ষমতাতে এই সকল কৰ্ম্ম করিতেছ? আর এমত কৰ্ম্ম করিতে তোমাকে সেই ক্ষমতা কে ২৯ দিল ? তাহাতে যীশু উত্তর করিলেন, আমিও তোমাদিগকে এক কথা জিজ্ঞাসা করি ; তোমরা যদি তাহার উত্তর দেও, তবে কি ক্ষমতাতে এ সকল কৰ্ম্ম করিতেছি, তাহা আমিও তোমাদিগকে কহিব ৷ যোহনের বাপ্তিস্ম ৩০ ঈশ্বরের কি মনুষ্যের আজ্ঞাতে হইল ? তাহ আমাকে বল । তাহাতে তাহারা পরস্পর ইহা বিবেচনা করিতে ৩১ লাগিল, যদি ঈশ্বরের বলি, তবে তোমরা তাহাকে প্রত্যয় কর নাই কেন ? এই কথা জিজ্ঞাসা করিবে । কিন্তু ৩২ মনুষ্যের আজ্ঞাতে হইল, ইহাও তাহার লোকদের ভয় প্রযুক্ত কহিতে পারিল না ; যেহেতুক সকলে যোহনকে সত্য ভবিষ্যদ্বক্তৃৰূপে মানিত । অতএব তাহারা যীশুকে ৩৩ এই উত্তর করিল, তাহা আমরা জানি না । তখন যীশু তাহাদিগকে কছিলেন, তবে কি ক্ষমতাতে এ সকল কৰ্ম্ম করিতেছি, তাহা আমিও তোমাদিগকে কহিব না । ১ ২ অধ্যায় । ১ গ্রীক্ষাক্ষেত্রের দৃষ্টান্ত ১৩ ও কবরের বিষয়ে ফিরুশিদিগকে নিরুত্বর করণ ১৮ ও কবরহইতে উত্থানের বিষয়ে সিদুকিfদগকে নিরুত্বর করুণ ২৮ ও প্রধান আজ্ঞার নিণয় ৩৫ ও অধ্যাপককে নিরুত্তর করণ ৩৮ ও তাহাদের দোষ প্রকাশ করণ ৪১ ও বিধবার দানশীলভা । 144